সুখবর! অবশেষে খুলল সেলুন-বিউটি স্যালোঁ, মিলবে ই-কমার্স হোম ডেলিভারি

সুখবর! অবশেষে খুলল সেলুন-বিউটি স্যালোঁ, মিলবে ই-কমার্স হোম ডেলিভারি

নয়াদিল্লি: ৪২ দিনের লকডাউনের পর অবশেষে খুলল সেলুন ও বিউটি স্যালোঁ৷ তবে, তার জন্য রয়েছে বেশ কিছু শর্ত৷ শুধুমাত্র অরেঞ্জ ও গ্রিনের ক্ষেত্রে এই সুবিধা মিললেও রেড জোনে বন্ধ থাকবে পরিষেবা৷

দেশে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি হলেও দেওয়া হয়েছে বেশ কিছু ছাড়৷ শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়, শর্তসাপেক্ষে অরেঞ্জ ও গ্রিনে জোনে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন বিধি শিথিল করা হবে৷ তবে, সেলুন পার্লার খোলা হবে কি না, তা মনিয়ে ছিল ধোঁয়াশা৷ পরে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়, অরেঞ্জ ও গ্রিনে জোনে সেলুন খোলা রাখা যাবে৷ একই সঙ্গে ওই অঞ্চলে সবরকমের পণ্য হোম ডেলিভারি দিতে পারবে ই-কমার্স সংস্থাগুলি৷ অত্যাবশ্যকীয় থেকে অনাবশ্যকীয় পণ্যের বরাত দেওয়া যাবে অনলাইনে৷ মিলবে ডেলিভারি৷ অরেঞ্জ ও গ্রিন জোনে ছাড়ে দেওয়া হলেও রেড জোনে কোনও নিয়ম শিথিলতা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 17 =