সাবধান! সার্জিক্যাল স্ট্রাইকের ভুয়ো ভিডিও ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কীভাবে জানেন?

নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইককে কেন্দ্র করে উত্তাল ভারত-পাক সম্পর্ক৷ চলছে, যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি৷ সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তী পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও শুরু করে দিয়েছে দুই দেশ৷ গোটা বিশ্বের নজরে ভারতের কূটনীতি৷ ফলে, কঠিন পরিস্থিতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়াল দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের গুজব৷ ছড়াল ফেক ভিডিও৷ এই লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও৷ এলোপাথারি গুলি, মিসাইলের হামলা সংক্রান্ত একটি

সাবধান! সার্জিক্যাল স্ট্রাইকের ভুয়ো ভিডিও ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কীভাবে জানেন?

নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইককে কেন্দ্র করে উত্তাল ভারত-পাক সম্পর্ক৷ চলছে, যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি৷ সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তী পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও শুরু করে দিয়েছে দুই দেশ৷ গোটা বিশ্বের নজরে ভারতের কূটনীতি৷ ফলে, কঠিন পরিস্থিতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়াল দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের গুজব৷ ছড়াল ফেক ভিডিও৷ এই লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও৷ 

এলোপাথারি গুলি, মিসাইলের হামলা সংক্রান্ত একটি একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিয়ো বলে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে এক ভিডিও৷ ভাইরাল মেসেজে লেখা, ভারতীয় বায়ুসেনার হানায় নিহত ৩০০-র বেশি জঙ্গি। জয় হিন্দ! কিন্তু, বাস্তবে দেখা দিয়েছে, কোনও একটি জনপ্রীয় ভিডিও গেমের ভিডিওর একটি অংশ কেটে সার্জিক্যাল স্ট্রাইকে ফুটেজ বলে চালানোর চেষ্টা করা হয়৷ এছাড়াও টিভি চ্যানেলে যে দু’টি ভিডিও দেখানো হচ্ছেও তাও পুরানো৷ একটি ২০১৬ সালের ভিডিও দেখিয়ে বলা হচ্ছে বাসুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও৷ দেখুন সেই ভিডিও এখানে৷ আরও একটি ভিডিও দেখানো হচ্ছে, তাও ভুয়ো৷ ২০১৭ সালের ভিডিও দেখিয়ে সেই একই দাবি করা হচ্ছে৷ দেখুন সেই ভিডিও৷

বাসুসেনা সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও ভি়ডিও বা ছবি প্রকাশ করা হয়নি৷

পুলওয়ামা হামলার ১২ দিনের মধ্যেই বদলা নিল ভারত৷ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনার বিমান। রাত সাড়ে ৩টে নাগাদ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ১২টি মিরাজ হামলা চালায়। পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমাবর্ষণ করা হয় বলে সূত্রের খবর৷

জানা গিয়েছে, বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি। জয়েশ জঙ্গিঘাঁটি লক্ষ্য করে লেজার গাইডেড হামলা করা হয়। এর ফলে লক্ষ্যবস্তুতে নিঁখুতভাবে হামলা চালানো সম্ভব। শোনা যাচ্ছে হামলার জেরে পাকিস্তানের দুটি যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে।

বায়ুসেনা সূত্রে খবর বালাকোট, চাকোতি এবং মুজফ্ফরাবাদে জয়েশ জঙ্গিদের তিনটি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ১২টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। সীমান্ত পেরিয়ে ৮০ কিমি ভিতরে ঢুকে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালানো হয়। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। ঘটনায় প্রায় ২০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অতর্কিত এই সফল অভিযান চালিয়ে ১২টি যুদ্ধবিমানই ভারতের আদমপুর বায়ুসেনাঘাঁটিতে ফিরে আসে। শোনা যাচ্ছে হামলার পরই পাকিস্তানের দিক লক্ষ্য করে মিসাইল প্রস্তুত রেখেছে ভারতীয় সেনা। আম্বালা, পাঠানকোট, হালওয়ারা বিমানঘাঁটিতে মিরাজ ২০০০, মিগ ২৯ এবং সুখোই ৩০-কে তৈরি রাখা হয়েছে। এছাড়া সমস্ত বায়ুসেনাঘাঁটিকে মিসাইল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বায়ুসেনা প্রধান। ঘটনার পরই উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *