সাবধান! বাতিল হচ্ছে ১৭.৫৮ কোটি প্যান, বিপত্তি এড়ান এখনই

সাবধান! বাতিল হচ্ছে ১৭.৫৮ কোটি প্যান, বিপত্তি এড়ান এখনই

নয়াদিল্লি: প্যান নম্বরের সঙ্গে আধার নম্বর যোগ আগেই হয়েছে বাধ্যতামূলক৷ প্যানের সঙ্গে আধার যোগের সময়সীমাও বাড়ানো হয়েছে দফায় দফায়৷ এবার সেই সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত চূড়ান্ত হয়েছে৷ আর এই সময়ের মধ্যে প্যানের সঙ্গে আধার যুক্ত না হওয়া সমস্ত প্যান বাতিল করা হবে বলে নোটিস জারি করেছে আয়কর দপ্তর৷

আয়কর দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত প্যানের সঙ্গে আধার সংযোগ না হওয়া ১৭ কোটি ৫৮ লক্ষ প্যানকার্ড হোল্ডারকে চিহ্নিত করা হয়েছে৷ ফলে, নির্দিষ্ট সময়ের মধ্য ওই কাজ শেষ না হলে ১৭.৫৮ কোটি প্যান বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ একবার প্যান বাতিল হয়ে গেলে সেই প্যান আর কোনও কাজে আসবে না বলেও জানানো হয়েছে৷

আয়কর দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ৪৮ কোটি প্যান ইস্যু করা হলেও আধার সংযোগ রয়েছে ১২০ কোটি কার্ড হোল্ডারের৷ আয়কর দপ্তর জানিয়েছে, ২০১৮-২০১৯অর্থ বছরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন মোট ৫.৮৭ কোটি করদাতা৷ মোট প্যানকার্ড হোল্ডারদের ১৩ শতাংশ৷ এই মুহূর্তে প্যান নম্বর থাকলে আয়কর রিটার্ন দিতেই হবে তা এখনও পর্যন্ত বাধ্যবাধকতা নয়৷ করযোগ্য আয়ের তা বাধ্যতামূলক৷ তবে, এখন বহু ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক৷

প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর কীভাবে যুক্ত করবেন? প্রথমে আয়কর দপ্তরের ওয়েবসাইট www1.incometaxindiaefiling.gov.in-এ গিয়ে লগ-ইন ককরতে হবে৷ আপনার প্যানের সঙ্গে আধার যুক্ত হয়েছে কি না তা জানা যাবে  এই https:/www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html লিঙ্কে৷ এই পেজটি খুললে প্যান ও আধার নম্বর উল্লেখ করলেই দেখা যাবে, প্যানের সঙ্গে আধার যুক্ত কি না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =