CAA-র বিরুদ্ধে মুখ খোলার আগে সাবধান! মাসুল দিলেন বাংলার যুবক

CAA-র বিরুদ্ধে মুখ খোলার আগে সাবধান! মাসুল দিলেন বাংলার যুবক

মুম্বই: নাহ এখন থেকে আর যত্রতত্র নিজেকে উজার করে অপর প্রান্তের মানুষের সাথে কথা বলা যাবে না৷ তা সেই পরিচিত বা অপরিচিত হোক না কেন৷ কেননা, অ্যাপ ক্যাবে সফর কালে ফোনে নিজের পরিচিত মানুষের সঙ্গে মনের ভাব প্রকাশের মাসুল দিতে হল এক তরুণকে৷

নাম বাপ্পাদিত্য সরকার৷ বয়স মাত্র ২৩ বছর৷ বিশেষ দরকারে বাণিজ্যনগরি মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি৷ নিজের দরকারী কাজ সেরে অ্যাপ কাবে করে জুহু সিলিভার বিচ থেকে কুরলার উদ্দেশ্যে রওনা দেয় তিনি৷ এই সফর কালে জয়পুর নিবাসী এক বন্ধুর সঙ্গে ফোনে কথোপকথন শুরু হয়৷ যার বিষয় বস্তু ছিল, বর্তমান সময়ে দেশের সবচেয়ে বিতর্কিত বিষয় নাগরিকত্ব সংশোধনী আইন৷

দেশের বিভিন্ন বড় শহরে এই আইন বিরোধী নানা প্রতিবাদ হয়েছে৷ বন্ধুকে এই বিষয়ে  ওয়াকিবহাল করছিলেন বাপ্পাদিত্য৷ কিন্তু গাড়ি চালক যে এই বিষয় খেয়াল করছেন, ঘুনাক্ষরেও টের পায়নি তিনি৷ আচমকা সফরকারী বাপ্পাদিত্য দেখে ক্যাব কুরলা যাওয়ার পরিবর্তে সোজা সান্তা ক্রুজ পুলিশ স্টেশানে গিয়ে হাজির৷ সেখানে গিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিককে জানান ওই চালক, সওয়ারী ব্যক্তিটি আসলে দেশদ্রোহী৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী৷ অতএব কোনও কথা নয়, অবিলম্বে এই ব্যক্তিকে পুলিশের গ্রেফতার করা উচিত৷ এই ঘটনায় হতবার বাংলার এই যুবক৷ যদিও পুলিশ ওই চালকের অভিযোগ পাত্তা দেয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =