অমানবিক! করোনা আক্রান্ত-সহ প্রতিবেশীর ফ্ল্যাটের দরজা সিল করল পুরসভা

অমানবিক! করোনা আক্রান্ত-সহ প্রতিবেশীর ফ্ল্যাটের দরজা সিল করল পুরসভা

বেঙ্গালুরু:  চূড়ান্ত অমানবিক৷  কোভিড আক্রান্ত ব্যক্তি ও তাঁর পাশের ফ্ল্যাটের দরজা টিন দিয়ে সিল করে দিল বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি)-র কর্মীরা। এই দুই পরিবারের সদস্যদের ফ্ল্যাটের ভিতরে রেখেই বাইরে দিয়ে দরজা সিল করে দেওয়া হয়৷ দাবি, তাঁরা যাতে সম্পূর্ণ আলাদা থাকতে পারে, তা সুনিশ্চিত করতেই এই কাজ করা হয়েছে৷ 

ওই দুই পরিবারের একটিতে এক সদস্যের করোনা ধরা পড়ার খবর পেয়েই ডোমলুর লেআউটের ওই কমপ্লেক্সে পৌঁছায় বিবিএমপি-র কর্মীরা৷ এর পরই করোনা-আক্রান্ত ব্যক্তি ও তাঁর প্রতিবেশীর ঘরের দরজা সিল করে দেন তাঁরা৷ কিন্তু তাঁদেরই এক প্রতিবেশী সতীশ সঙ্গমেশ্বরন সিল করা দুটি দরজার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন৷ ছবিটি শেয়ার হতেই প্রবল সমালোচনার মুখে পড়ে বিবিএমপি।

জানা গিয়েছে, ওই দুটি ফ্ল্যাটের একটিতে এক মহিলা তাঁর ছোট ছোট দুই সন্তানকে নিয়ে থাকেন৷ অপরটিতে থাকেন এক বৃদ্ধ দম্পতি৷ বিবিএমপি-র এই কাণ্ড দেখে হতবাক হয়ে যান সঙ্গমেশ্বরন৷ তিনি বলেন, হঠাৎ করে আগুন লাগলে বা কোনও বিপদ এলে তাঁদের রক্ষা করাই দায় হয়ে যাবে৷ তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে বিবিএমপি৷ তিনি সিল করা ফ্ল্যাটের ছবি টুইট করার পরই নিন্দায় সরব হন নেটেজেনরা৷ শহর জুড়ে সমালোচনার মুখে পড়ে তড়িঘড়ি ওই দুই পরিবারের দরজা থেকে টিন সরিয়ে নিতে উদ্যোগী হয় স্থানীয় প্রশাসন। বোম্মানাহাল্লি কোভিড-১৯ কেয়ার টিমকেও সতর্ক করা হয়৷ তাঁরা ওই দুই পরিবারের সঙ্গে কথা বলেন৷ 

এদিক, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন খোদ বিবিএমপি-র কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটা সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন কাজের পরিচয়৷ যে সকল আধিকারিক এই কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে৷ 

এন মঞ্জুনাথ প্রসাদ পরে টুইট করে বলেন , ‘‘ফ্ল্যাট দু’টি থেকে যত দ্রুত সম্ভব টিনের ব্যারিকেড খুলে নিতে নির্দেশ দিয়েছি। স্থানীয় কর্মীরা অতি উৎসাহের সঙ্গেই সেই কাজ করে ফেলেছেন। এর ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী।”  তিনি বলেন, “কন্টেনমেন্টের অর্থ হল একদিকে যেমন করোনা আক্রান্তদের রক্ষা করা। অন্যদিকে যাঁরা আক্রান্ত হননি, তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করা। এই দুই পরিবারের সঙ্গে যে ঘটনা ঘটেছে, পরবর্তী কালে এমন কোনও অভিযোগ পেলে অবিলম্বে পদক্ষেপ করা হবে।” ওদিকে এই ঘটনায় ডমলুর ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোক-কজ করা হয়েছে৷