নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ, গোয়া ও তামিলনাড়ুর পর এবার আনলক ৪-এ পরীক্ষামূলকভাবে বার খুলতে চলেছে দিল্লিতে। রাজ্য সরকার বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে। নয়াদিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল অরবিন্দ কেজরিওয়াল সরকারকে দিল্লিতে বার খোলার প্রস্তাব দিয়েছিলেনে। সেই প্রস্তাবে সম্মতি দিয়ে গত ৯ সেপ্টেম্বর থেকে বারগুলি পরীক্ষামূলকভাবে ৯ সেপ্টেম্বর থেকে খোলা হবে।
সর্বশেষ নির্দেশের অনুযায়ী দিল্লিতে আবগারি লাইসেন্স সহ হোটেল, রেস্তোঁরা এবং ক্লাবগুলিকে আগামী সপ্তাহ থেকে মদ সরবরাহ করার অনুমতি দেওয়া হবে। ৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্রীয় সরকার প্রদত্ত কোভিড-১৯ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে বার এবং পাব পুনরায় চালু করার ঘোষণা দিয়ে দিল্লি সরকার SoPও প্রকাশ করেছিল। মদ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলিকে কেবলমাত্র নন-কনটেন্টমেন্ট জোনে খোলার অনুমতি দেওয়া হবে। এই আউটলেটগুলি করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ পাঁচ মাস পরে খুলছে। একজন কর্মকর্তা বলেছেন যে গ্রাহক এবং কর্মীদের অবশ্যই মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য বার ও পাবগুলিকে কেবল ৫০ শতাংশ গ্রাহক প্রবেশের অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স, নিট নিয়ে ছয় রাজ্যের আবেদন কালই শুনবে সুপ্রিম কোর্ট
দিল্লির এক আধিকারিক বলেছেন যে কোনও স্ট্যান্ডিং কাস্টমারকে মদ সরবরাহ করা হবে না। এবং সমস্ত বার ও পাবেন প্রবেশে স্যানিটাইজার বিতরণকারী এবং থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। দিল্লি দুর্যোগ মোকাবিলা দপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, “চত্বরে ঘন ঘন স্যানিটেশন ব্যবস্থা করতে হবে। শৌচালয়, মদ্যপান এবং হাত ধোয়ার জায়গাগুলিতে বিশেষভাবে ফোকাস করা হবে। প্রতিবার গ্রাহক চলে গেলে ঘর, অন্যান্য পরিষেবা অঞ্চল, আসন বা টেবিলগুলি স্যানিটাইজ করতে হবে।” এতে আরও বলা হয়েছে যে কর্মীদেরই ডিউটির জন্য গ্লোভস, মাস্ক পরতে হবে এবং সম্পূর্ণ স্বাস্থ্য পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
দিল্লি সরকার বলেছে যে প্রতিষ্ঠানগুলি এই নির্দেশিকা লঙ্ঘন করবে তাদের অবিলম্বে সিল করে দেওয়া হবে। এতে আরও বলা হয়েছে যে সামাজিক দূরত্বের নিয়মাবলী নিশ্চিত করার জন্য ক্লাব, রেস্তোঁরা ও হোটেলগুলির দ্বারা পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। গ্রাহকগণ এবং কর্মীরা যথাযথভাবে মাস্ক ও গ্লোভস পরছে কিনা, তাও দেখা হবে। নির্দেশিকিয় বলা হয়েছে, থুথু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। গত শনিবার কেন্দ্র আনলক ৪ নির্দেশিকা প্রকাশের পর বেশিরভাগ রাজ্যগুলি জনগণের চলাচল এবং বার এবং হোটেলের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে করোনা ভাইরাসের বিধিনিষেধকে আরও সহজ করেছে।