সাবধান! EMI ছাড় দেওয়ার নামে চলছে ব্যাংক লুটের কারবার

সাবধান! EMI ছাড় দেওয়ার নামে চলছে ব্যাংক লুটের কারবার

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে দেশজুড়ে আর্থিক মন্দার মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যাংকগুলিকে তিন মাসের জন্য ইএমআই স্থগিত করার অনুমতি দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ বলা হয়েছে, ৩১ মে পর্যন্ত ইএমআই জমা না দিলেও চলবে৷ কিন্তু এই নয়া নির্দেশিকার ফায়দা তুলতে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু চক্র৷ শুরু হয়েছে সাইবার জালিয়াতি৷ 

এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই-এর মতো ব্যাংকগুলি ইতিমধ্যেই তাদের গ্রাহকদের এই জালিয়াতি সম্পর্কে সতর্ক করতে শুরু করেছে। মাসিক কিস্তির ছাড়ের সুবিধা নিতে গিয়ে গ্রাহকরা যাতে হ্যাকারদের ফাঁদে পা না দেন, সেই বিষয়ে আগেভাগেই সতর্ক করা হচ্ছে৷ বারবার বলা হচ্ছে, ইএমআই তিন মাসের জন্য স্থগিত করতে বা অতিরিক্ত ইএমআইয়ের সুবিধা পেতে ওটিপি’র প্রয়োজন হয় না। এছাড়া কোনও ভাবেই অপরিচিত ব্যক্তির সঙ্গে নিজের জন্ম তারিখ, আধার নম্বর বা ঠিকানা শেয়ার করবেন না৷ জালিয়াতরা ইএমআই স্থগিতের বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলার সময় আপনার কার্ড নম্বর জানতে চাইতে পারে৷ ভুলেও কার্ড নম্বর জানাবেন না৷ 

সম্প্রতি ট্যুইট করে ভারতীয় স্টেট ব্যাংক (এসবিআই)-এর তরফে বলা হয়েছে, ‘‘মানুষকে বোকা বানাতে নতুন পন্থা নিয়েছে সাইবার জালিয়াতরা। এদের খপ্পর থেকে বাঁচতে সতর্ক ও সাবধান থাকতে হবে৷ মাসিক কিস্তির টাকা পরিশোধের জন্য তিন মাসের বর্ধিত সুবিধা নিতে ওটিপি-র প্রয়োজন হয় না। দয়া করে কোনও ব্যক্তির সঙ্গে ওটিপি শেয়ার করবেন না৷’’ 

গ্রাহকদের সতর্ক করতে শুরু করেছে এইচডিএফসি ব্যাংকও৷ এইডিএফসি ব্যাংকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার জানিয়েছেন, “নতুন পদ্ধতিতে ব্যাঙ্ক গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে সাইবার জালিয়াতরা। তাই ফোনে আসা কোনোরকম ওটিপি শেয়ার করবেন না। আরবিআই-এর নির্দেশিকা মেনে ইএমআই পরিষোধের ক্ষেত্রে সময়ের ছাড়ের সুযোগ দেওয়ার জন্য ব্যাংক কোনও গ্রাহকের থেকে কখনওই ওটিপি, নেটব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং-এর পাসওয়ার্ড, কাস্টমার আইডি, ইউপিআই পিন নাম্বার চাইবে না। কাজেই কারও সঙ্গে এসএমএস বা ই-মেল মারফত নিজের গোপনীয় তথ্য শেয়ার করবেন না।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − eleven =