নয়াদিল্লি: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সুপারিশ অনুযায়ী এবার আগামী তিন মাসের জন্য ঋণের কিস্তি স্থগিত রাখার ঘোষণা করল একগুচ্ছ রাষ্ট্রায়ত্ত ব্যাংক৷ রিজার্ভ ব্যাংকের সুপারিশ মেনে অধিকাংশ ব্যাংক ৩ মাস ইএমআই স্থগিত রাখার ঘোষণা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক৷ এছাড়াও এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি ব্যাংক৷ তবে এখনও পর্যন্ত কোনও বেসরকারি ব্যাংকের ছাড়া দেওয়ার তথ্য এখনও প্রকাশ্যে আসেনি৷
গত সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠক করে দেশের প্রত্যেকটি ব্যাংকে আগামী তিন মাসের জন্য ইএমআই স্থগিত রাখার আর্জি জানান৷ সেই আর্জি মেনে এবার পদক্ষেপ নিতে চলেছে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক৷ এখনও পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংক তাদের সোশ্যাল মিডিয়া পেজে ইএমআই ছাড় দেওয়ার ঘোষণা করেছে৷ ৩ মাস ইএমআই স্থগিত রেখেছে এসবিআই৷ একই ঘোষণা করেছে এলাহাবাদ ব্যাংক৷
আগামী তিন মাসের জন্য ইএমআই স্থগিত রাখছে আইডিবিআই ব্যাংক৷ ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ব্যাঙ্ক অফ বরোদা, সিন্ডিকেট ব্যাংক আমি তিন মাসের জন্য ইএমআই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ আরও বেশ কয়েকটি ব্যাংক এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে৷
যদিও আরবিআইয়ের তরফ আগেই ব্যাংকগুলিকে ইএমআই ছাড় দেওয়ার বিষয়টি তাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়৷ গ্রাহকদের পরিস্থিতি বিবেচনা করে সেই ছাড় দেওয়ার কথাও জানানো হয়৷ কিন্তু, উপরে দেওয়া ব্যাংকগুলি গ্রাহকদের সুবিধার্থে তিন মাসের ইএমআই স্থগিত রাখার ঘোষণা করেছে৷ ব্যক্তিগত ঋণ, গাড়ি, বাড়ি ঋণের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া গেলেও ক্রেডিট কার্ডের কোনও ছাড় নেই৷