মাস পয়লার লকডাউনেও খোলা থাকবে ব্যাংক, পরিষেবা মিলবে পূর্ণসময়

মাস পয়লার লকডাউনেও খোলা থাকবে ব্যাংক, পরিষেবা মিলবে পূর্ণসময়

3 stocks recomended

নয়াদিল্লি: সাধারণ জনতার কথা মাথায় রেখে এবার লকডাউন চলাকালীন দেশজুড়ে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামীকাল সোমবার থেকে নির্দিষ্ট সময়ে ব্যাংক খোলা থাকবে৷ মাসের শুরুতেই পূর্ণ সময়ের জন্য ব্যাংক খোলা থাকবে৷ যাতে বেতন ও পেনশন পাওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা না হয়৷ একই সঙ্গে করোনা পরিস্থতি মোকালিয়া কেন্দ্রের তরফে ঘোষণা করা অনুদান ব্যাংকের মাধ্যমে দেওয়ার কথা৷ ফলে, করোনার মধ্যেও ব্যাংক খোলা রোখা জরুরি হয়ে পড়েছে৷

তবে, আগের মতো ব্যাংক পরিষেবা দেওয়ার কথা থাকলেও ব্যাংক কর্মীদের সতর্কতা বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে কোনও ভাবেই সংক্রমণ ছড়িয়ে না পড়ে৷ করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য আগেই একদিন অন্তর একদিন ব্যাংক পরিষেবা মিলছিল৷ কমিয়ে দেওয়ার দেওয়া হয়েছিল কর্মী সংখ্যা৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনার মাধ্যমে বহু পরিবারের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা রয়েছে কেন্দ্র৷ মূলত, গ্রামীণ এলাকায় এই পরিষেবা মেলার কথা৷ একইসঙ্গে মাসের শুরুতে বেতন ও পেনশ পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছে৷

অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন জানিয়েছে, কেন্দ্রের সুপারিশ অনুযায়ী আগামী কাল থেকে আগের মতোই পরিষেবা দেবেন তাঁরা৷ তবে প্রশ্ন উঠছে, লকডাউনের মধ্যে কর্মীরা কীভাবে ব্যাংক পর্যন্ত পৌঁছাবেন, গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ব্যাংক কর্মীরা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে পৌঁছাতে পারবেন তো? উঠতে শুরু করেছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *