ব্যাঙ্ক জালিয়াতি, ১৮ শহরে সিবিআই হানা

কলকাতা : ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে হানা দিল সিবিআই। মোট ১৮টি শহরের ৫০টি জায়গায় তারা তল্লাশি চালিয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিল্লি, মুম্বই, লুধিয়ানা, থানে, ভালসাদ, পুনে, পালানি, গয়া, গুরগাঁও, চণ্ডীগড়, ভোপাল, সুরাত, কোলারে এই তল্লাসি চলে। মোট ৬৪০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নানা কোম্পানির

ব্যাঙ্ক জালিয়াতি, ১৮ শহরে সিবিআই হানা

কলকাতা : ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে হানা দিল সিবিআই। মোট ১৮টি শহরের ৫০টি জায়গায় তারা তল্লাশি চালিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দিল্লি, মুম্বই, লুধিয়ানা, থানে, ভালসাদ, পুনে, পালানি, গয়া, গুরগাঁও, চণ্ডীগড়, ভোপাল, সুরাত, কোলারে এই তল্লাসি চলে। মোট ৬৪০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নানা কোম্পানির মালিক, ডিরেকটর, ব্যাঙ্ক অফিসারদের বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের হিসেবমতো, ২০১৮-২০১৯ সাল পর্যন্ত মোট ৬৮০০ মামলায় ৭১ হাজার ৫০০ কোটি টাকার ব্যাঙ্কঋণ অনাদায়ী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =