ব্যাংক-বিমান-রেল, কার্যকর একগুচ্ছ নিয়ম! পড়ুন বিস্তারিত

ব্যাংক-বিমান-রেল, কার্যকর একগুচ্ছ নিয়ম! পড়ুন বিস্তারিত

imagesmissing

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে কার্যত স্তব্ধ জনজীবন। কিন্তু লকডাউনেও মানুষকে পরিষেবা দিয়ে চলেছে ব্যাংকগুলি৷ তবে পয়লা মে থেকে ব্যাংকিং ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু হল৷ অন্যদিকে, পরিষেবা বন্ধ থাকলেও রেল ও বিমান পরিষেবার ক্ষেত্রেও বদলে গেল বেশ কিছু নিয়ম৷

শুক্রবার নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, পয়লা মে থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পর্যন্ত থাকলে বার্ষিক ৩.৫ শতাংশ হারে সুদ দেবে এসবিআই। আর এক লক্ষ টাকার বেশি থাকলে ৩.২৫ শতাংশ হারে সুদ পাবেন এসবিআই-এর অ্যাকাউন্ট হোল্ডাররা। যা রেপো রেটের থেকে ২.৭৫ শতাংশ কম। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা দেয় আরবিআই) ৬.২৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছে।

অন্যদিকে, পয়লা মে থেকে ডিজিটাল ওয়ালেট পরিষেবা বন্ধ করে দিল পিএনবি। তবে ওয়ালেটে পড়ে থাকা টাকা হারানোর চিন্তা নেই৷ যে সকল গ্রাহকরা পিএনবির Kitty wallet পরিষেবা ব্যবহার করতেন, তাঁরা ওয়ালেটে পড়ে থাকা অর্থ খরচ করতে পারবেন৷ চাইলে আইএমপিএসের মাধ্যমে অন্য অ্যাকাউন্টেও ওই টাকা ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা৷ পিএনবি-র তরফে বলা হয়েছে, 'একমাত্র ব্যালেন্স শূন্য হওয়ার পরই গ্রাহকরা তাঁদের ওয়ালেট বন্ধ করতে পারবেন। ওয়ালেটে টাকা থাকলে, আগে গ্রাহকদের সেই টাকা খরচ করতে হবে, নতুবা আইএমপিএসের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে।

অবসব গ্রহণের সময় যে সকল কর্মীরা কমিউটেশন বেছে নিয়েছিলেন, তাঁরা পয়লা মে থেকে পুরো পেনশন পাবেন৷ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গ্যানাইজেশন (ইপিএফও) থেকে এই টাকা দেওয়া হবে৷ এর ফলে, উপকৃত হবেন ৬.৩ লাখ গ্রাহক৷ অন্যদিকে, এর জন্য সরকারের এককালীন ১,৫০০ কোটি টাকা ব্যয় হবে।এটিএমের ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে৷ এই নিয়মে করোনা সংক্রমণ রোধে এবার জীবাণু মুক্ত করা হবে এটিএম৷ বলা হয়েছে, প্রত্যেকবার এটিএম ব্যবহারের পর তা পরিষ্কার করা হবে। যদিও পয়লা মে'র আগেই গাজিয়াবাদ ও চেন্নাইয়ে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

হটস্পট এলাকায় দিনে দু'বার এটিএম স্যানিটাইজ করবে পুরসভা। যদি স্যানিটাইজেশনের নিয়ম না মানা হয়, তাহলে এটিএম চেম্বার সিল করে দেওয়া হবে।ট্রেন সফরের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আনা হয়েছে৷ লকডাউনের পর নতুন করে রেল পরিষেবা চালু হওয়ার পর এই নিয়মগুলি কার্যকর করা হবে৷ নয়া নিয়মে বলা হয়েছে রিজার্ভেশন তালিকা প্রকাশের চার ঘণ্টা আগে পর্যন্ত যাত্রীরা নিজেদের বোর্ডিং স্টেশন (ট্রেনে ওঠার স্টেশন) পালটাতে পারবেন। এতদিন, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত এই সুযোগ মিলত।

তবে স্টেশন পরিবর্তন করার পর কোনও যাত্রী টিকিট বাতিল করলে, তাঁরা আর কোনও টাকা ফেরত পাবেন না।বিমান সফরেও এসেছে কিছু নিয়ম৷ এই নির্দেশিকায় পয়লা মে থেকে টিকিট বাতিলের জন্য এয়ার ইন্ডিয়ায় কোনও বাড়তি অর্থ দিতে হবে না। পয়লা মে থেকে ক্যানসেলেশন চার্জ বন্ধ করল এয়ার ইন্ডিয়া৷  তবে  এ ক্ষেত্রে একটি শর্ত আরোপিত হয়েছে৷  টিকিট কাটার ২৪ ঘণ্টার মধ্যে তা বাতিল করলে বা পরিবর্তন করলে তবেই ক্যানসেলন বাবদ কোনও টাকা নেওয়া হবে না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেই দিতে হবে ক্যানসেলশন চার্জ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *