ঢাকা: সংক্রমণ এবং মৃত্যুর হারে এখনো প্রচন্ড অস্বস্তির মধ্যে রয়েছে ভারত। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে কার্যত নাজেহাল দেশ। এই পরিস্থিতিতে একাধিক দেশ ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভেন্টিলেটর এবং অক্সিজেন দিয়ে। এবার ভারতকে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুগছে ভারতবাসী। যারা ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণের জেরে তাদের প্রতি শোকবার্তা জ্ঞাপন করে সারা ভারতের জন্য সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রেক্ষিতে ভারতের পরিস্থিতি দ্রুত উন্নতি হোক, এমন প্রার্থনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন তিনি।
বাংলাদেশ সরকার জানিয়েছে, এই মুহূর্তে ভারতের যে অবস্থা সৃষ্টি হয়েছে করোনা ভাইরাস সংক্রমণের জন্য তার প্রেক্ষিতে বাংলাদেশ সব রকমের সাহায্য তাদের করতে রাজি। দুই দেশ একসঙ্গে কাজ করে ভাইরাস মোকাবিলা করার চেষ্টা করবে সাধ্যমত, এমন অঙ্গীকার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ভারতের জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ এবং একইসঙ্গে করোনাভাইরাস চিকিৎসার জন্য জরুরি ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। এর পাশাপাশি ভারতের আর কী কী জিনিস প্রয়োজন তা জানতে চেয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রক যোগাযোগ করেছে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে যে বাংলাদেশ সম্পূর্ণভাবে রয়েছে তা আরো একবার স্পষ্ট করেছে শেখ হাসিনা সরকার। ভারতের মতো করুন অবস্থা না হলেও বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি খুব একটা সুখকর নয়। ইতিমধ্যে রাশিয়া এবং চিন সহ একাধিক দেশের থেকে টিকা আনতে উদ্যোগী হয়েছে তারা।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে সংক্রমিত ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। মৃত্যু হয়েছে ৩৭৫৪, যা রবিবারের তুলনায় কম। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭।