ভারতকে ছাপিয়ে যাচ্ছে বাংলাদেশের GDP, মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন রাহুল

ভারতকে ছাপিয়ে যাচ্ছে বাংলাদেশের GDP, মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন রাহুল

186ac696b6d9424e28a6fc1b77bd7f39

নয়াদিল্লি:  আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)-এর পূর্বাভাসে মিলল অশনি সঙ্কেত৷ আগামী দিনে ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশেরও থেকেও কমে যেতে চলেছে বলে পূর্বাভাস আইএমএফ-এর৷ করোনা অতিমারির জেরে ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি৷ বহু মানুষ কর্মহীন৷ পরিস্থিতি যে কতখানি সঙ্কটপূর্ণ তা আইএমএফ-এর পূর্বাভাসে আরও  স্পষ্ট হয়ে গেল৷  

আরও পড়ুন- ট্রায়ালের সংখ্যা কমানো হল কোভ্যাক্সিনের, জানুন বাকি ভ্যাক্সিনগুলির আপডেট

আইএমএফ-এর পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরে ভারতের জিডিপি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হতে পারে৷ তবে আগামী বছর তা ঘুরে দাঁড়াবে৷ কিন্তু এই বছর মাথা পিছু জিডিপি-তে ভারতের চেয়ে এগিয়ে থাকবে প্রতিবেশী বাংলাদেশ। আইএমএফ-এর এই পূর্বাভাবে অস্বস্ততিতে পড়েছে মোদী সরকার৷ হইচই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 

গত জুন মাসে আইএমএফ-এর তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই তুলনায় এবারের পূর্বাভাস আরও বেশি নেতিবাচক৷ করোনা অতিমারির জেরে বিশ্বে দ্রুত গতিতে বাড়তে থাকা অর্থনীতিগুলির  মধ্যে যে দেশগুলিতে সবথেকে বেশি সঙ্কোচন হবে, তার মধ্যে অন্যতম ভারত৷ আইএমএফ-এর অনুমান, ২০২০ সালে ভারতে মাথা পিছু জিডিপি দাঁড়াবে ১ লক্ষ ৩৭ হাজার টাকার কিছু বেশি। অন্যদিকে বাংলাদেশের মাথা পিছু জিডিপি ৪ শতাংশ বেড়ে হবে ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকার কিছু বেশি। 

তবে আইএমএফ-এর পূর্বাভাসে বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে ভারতের অর্থনীতি ৮.৮ শতাংশ বৃদ্ধি পাবে৷ ফের দ্রুততম হারে বৃদ্ধি হওয়া অর্থনীতির শীর্ষে উঠে আসবে ভারত। সেখানে চিনের সম্ভাব্য বৃদ্ধির হার ৮.২ শতাংশ হবে৷ অন্যদিকে, এই বছর  বিশ্ব অর্থনীতি ৪.৪ শতাংশ হারে সংকুচিত হবে ও আগামী বছর ৫.২ শতাংশ হারে বাড়বে বলে জানিয়েছে আইএমএফ। আইএমএফ-এর পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ব্রাজিলের অর্থনীতি ৫.৮ শতাংশ, রাশিয়া ৪.১ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকার বৃদ্ধির হার প্রায় ৮ শতাংশ কমতে পারে৷ সেখানে চিনের অর্থনীতি ১.৯ শতাংশ হারে বাড়তে পারে বলে দাবি আইএমএফ-এর৷ 

আরও পড়ুন- গঙ্গা জলে করা হয়েছিল সৎকার, হাথরসকাণ্ডে দরদী জেলাশাসক

এদিকে বাংলাদেশের থেকে ভারতের পিছিয়ে পড়ার পূর্বাভাস মেলার পরই খড়্গহস্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ এই পরিস্থিতির জন্য মোদী সরকারের ভ্রান্ত নীতিতেই দায়ী করেছেন তিনি৷ এদিন টুইট করে রাহুল বলেন, ‘‘গত ছয় বছর ধরে যে বিদ্বেষমূলক জাতীয়তাবাদের রাজনীতি চালাচ্ছে বিজেপি, এটা তারই সাফল্য৷ এবার বাংলাদেশও ভারতকে ছাপিয়ে যাবে৷’’ এই সংক্রান্ত একটি গ্রাফও টুইট করেছেন তিনি। টুইট করে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি বলেন, ‘‘ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে৷ বাংলাদেশেও আমাদের ছাপিয়ে যাচ্ছে৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *