মোদির স্বপ্নের প্রকল্প রূপায়নে দেশের শীর্ষে বাংলা

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে এবার দেশের শীর্ষে উঠে এল বাংলা৷ যোগীর উত্তরপ্রদেশের পরেই মোদি সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্প বাস্তবে সফলভাবে রূপায়নের নিরিখে দ্বিতীয় স্থানে নাম তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা৷ তথ্য দিয়ে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্র৷ গত ২৬ আগস্ট পর্যন্ত তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্র

মোদির স্বপ্নের প্রকল্প রূপায়নে দেশের শীর্ষে বাংলা

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে এবার দেশের শীর্ষে উঠে এল বাংলা৷ যোগীর উত্তরপ্রদেশের পরেই মোদি সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্প বাস্তবে সফলভাবে রূপায়নের নিরিখে দ্বিতীয় স্থানে নাম তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা৷ তথ্য দিয়ে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্র৷

গত ২৬ আগস্ট পর্যন্ত তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্র জানিয়েছে, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ লক্ষ ৯৯ হাজার ৫৩৯ জন৷ সেখানে উত্তরপ্রদেশের গ্রাহক সংখ্যা ১ কোটি ৫৪ লক্ষ ৭৫ হাজার ৫৫৮ জন৷ এর পরেই স্থান রয়েছে বিহার৷ সেখানে ৮৫ লক্ষ ২৭ হাজার গ্রাহককে উজ্জ্বলা যোজনা পরিষেবা দেওয়া গিয়েছে৷ মন্ত্র সূত্রে জানানো হয়েছে, আজ শনিবার মহারাষ্ট্রে দেশের ৮ কোটি তম উজ্জ্বলা গ্যাস পরিষেবা গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে৷

তবে, কেন্দ্রের দেওয়া এই পরিসংখ্যান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে পর্যবেক্ষক মহল৷ কেননা, বঙ্গ রাজনীতিতে কেন্দ্র-রাজ্যের সংঘাত বহু চর্চিত বিষয়৷ বাংলার প্রকল্প রূপায়ণে কেন্দ্র টাকা দিচ্ছে না, এমন অভিযোগ উঠে থাকে বারবার৷ এমনকি বাংলার সঙ্গে কেন্দ্র বিমাতৃসুলভ আচারণেরও অভিযোগ ওঠে৷ ঠিক একইভাবে কেন্দ্রের কোনও প্রকল্প বাংলায় রূপায়নের ক্ষেত্রেও বেগ পেতে হয় বলেও মনে করে কোনও কোনও মহল৷ এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করে পশ্চিমবঙ্গ উঠে এল দ্বিতীয় স্থানে৷ এই পরিসংখ্যান নিয়ে নতুন করে কেন্দ্র-রাজ্যের সম্পর্ক অন্যমাত্রা পেতে চলেছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 11 =