নয়াদিল্লি : রাজীব কুমারের আবেদন শুনল না সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, শুনানি হওয়ার সম্ভাবনা। রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি। ফলে নিম্ন আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করতে পারছেন না কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার। সেই কারণে সুপ্রিম কোর্টে তাঁকে দেওয়া সময়সীমা আরও সাতদিন বাড়ানোর আবেদন করলেন রাজীব কুমার। এই বিষয়ে ফের সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চেই আবেদন করেছেন তিনি।
কিন্তু সোমবার, এই বিষয়ে শুনানি হয়নি। আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারকে এই বিষয়ে তিন সদস্যের বেঞ্চ গঠনের জন্য সর্বোচ্চ আদালতের মহাসচিবের কাছে আবেদন করতে নির্দেশ দিয়েছে। গত সপ্তাহেই রাজীব কুমারের রক্ষাকবচ সরিয়ে নেয় শীর্ষ আদালত। ফলে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতেই পারে সিবিআই। যদিও আগাম জামিনের জন্য সাতদিনের মধ্যে নিম্ন আদালতে আবেদন করতে পারেন রাজীব, এমনটাও বলা ছিল ওই নির্দেশে। নিম্ন আদালত বন্ধে এখন সুপ্রিম অনুমতির অপেক্ষায় কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার। মঙ্গলবার, শুনানি হওয়ার সম্ভাবনা।