কলকাতা: ফের কেন্দ্র রাজ্যের সংঘাত ভোটের বাজারে বেশ খানিকটা চড়িয়ে দিল রাজ্য৷ ফনি বিপর্যয়ের পর পরিস্থিতি মোকাবিলা সংক্রান্ত মোদির ডাকা সভা কার্যত এড়িয়ে গেল রাজ্য সরকার৷ চিঠি দিয়ে সভায় না থাকার কারণ রাজ্যের তরফে জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷
ফনি পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ওড়িশা সফরে যান প্রধানমন্ত্রী৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে মোদি আকাশ পথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন৷ পরে, ফনি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মোদি৷ সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই সভায় গড়হাজি বাংলা৷ রাজ্যের তরফে কোনও প্রতিনিধি সেখানে ছিলেন না৷ তবে, মোদির ডাকা সভায় না যাওয়ার কারণও রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়৷
PMO Sources: However the state government has replied that the govt officials are busy with election duty and hence the review meeting should not be held. 2/2 https://t.co/i1p0GpB24y
— ANI (@ANI) May 6, 2019
PMO Sources: PM Narendra Modi is currently in Odisha taking stock of the situation due to #CycloneFani. He also wanted to do same for West Bengal and the Govt of India had written to the state about a review meeting of PM with state government officials today. 1/2
— ANI (@ANI) May 6, 2019
সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়ে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, ভোটের কাজে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন আধিকারিকরা৷ ফলে, তাঁদের পক্ষে এই সভায় যাওয়া সম্ভব হচ্ছে না৷ নবান্ন সূত্রে খবর, মোদির ডাকা বৈঠক সংক্রান্ত কোনও তথ্যই ছিল না মুখ্যসচিবের কাছে৷ এবিষয়ে কেন্দ্রের তরফে রাজ্যকে কিছুই জানানো হয়নি বলেও নবান্ন সূত্রে খবর৷
Bhubaneswar: PM Narendra Modi along with Odisha CM Naveen Patnaik hold a review meeting with officials. #CycloneFani pic.twitter.com/qPuzsYixLu
— ANI (@ANI) May 6, 2019
এর আগে ফনি পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে আগাম ২৩৫ কোটি টাকার অনুদান পাঠায় কেন্দ্র৷ ঘূর্ণিঝড় ফনি আছড়ে পড়ার আগেই সংশ্লিষ্ট রাজ্যগুলিকেও এক হাজার কোটি টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ফনি বাংলায় আছড়ে পড়ার পর পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে ফোনালাপ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কেন্দ্র যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি বলে রাজ্যপালকে তিনি আশ্বস্ত করেছেন বলে নিজেই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী৷