লুঠপাটের আগে হাত স্যানিটাইজ ডাকাত দলের! দেখুন ভাইরাল ভিডিও

একজন মজা করে লিখেছেন, ‘দেখুন, মুখ্যমন্ত্রী কীভাবে রাজ্যে সবাইকে কোভিড প্রোটোকল মেনে চলতে শিখিয়েছেন। এমনকী ডাকাতরাও নিয়ম পালন করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীই দেশের সেরা। সত্যিই নতুন ভারত এবং রাম রাজ্য এসে গেছে।’   

উত্তরপ্রদেশ: অতিমারির পরিস্থিতিতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে অনুরোধ করে চলেছে প্রশাসন। মাস্ক পরা কিংবা ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করতে নির্দেশ দেওয়া হচ্ছে সব জায়গায়। তবু দেশের একশো শতাংশ জনগণ এখনও সচেতন হননি। এই কথা কিন্তু এই ডাকাত দলের ক্ষেত্রে খাটবে না। তারা ডাকাতি করে বটে, তবে কোভিড প্রোটোকল একদম মেনেই ডাকাতি করে। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। 

 

উত্তরপ্রদেশের আলিগড়ের একটি সোনার দোকানে রাখা ক্লোজ সার্কিট ক্যামেরায় সমস্ত বিষয়টা ধরা পড়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার সময় বিকেল ৪টে ৫৪ মিনিট। সোনার দোকানটিতে তিন জন কর্মচারী এবং তিন জন ক্রেতা বসে আছেন। এমন সময় মাস্ক পরা দুই যুবক দোকানে ঢোকে। কাউন্টারে বসে থাকা দোকান কর্মচারী তাদের হাতে স্যানিটাইজার স্প্রে করে দেন। তারাও সুভদ্র নাগরিকের মতো সেই স্যানিটাইজার ভাল করে হাতে মেখে নেয়। এরপরেই এক যুবক কোমরে গোঁজা পিস্তল বের করে দোকান থেকে সোনাদানা, টাকাকড়ি লুঠ করতে শুরু করে। এরই মধ্যে ডাকাত দলের তৃতীয় সদস্য ঢুকে লুঠ করা মালপত্র ব্যাগে পুরতে থাকে। 

 

আগ্নেয়াস্ত্র দেখে স্বভাবতই ভয় পেয়ে যান কর্মচারী এবং সোফায় বসে থাকা ক্রেতারা। কার্যত বিনা বাধায় কার্যসিদ্ধি করে তিনজনের এই ডাকাত দল। তবে এদেশে এমন ডাকাতির ঘটনা রোজই ঘটে থাকে। কিন্তু লুঠপাট শুরুর আগে স্যানিটাইজার মেখে নেওয়া সত্যিই অভিনব। টুইটারে কাল থেকেই ব্যাপক হারে শেয়ার করা হচ্ছে সিসিটিভ থেকে প্রাপ্ত এই ফুটেজ। একজন মজা করে লিখেছেন, ‘দেখুন, মুখ্যমন্ত্রী কীভাবে রাজ্যে সবাইকে কোভিড প্রোটোকল মেনে চলতে শিখিয়েছেন। এমনকী ডাকাতরাও নিয়ম পালন করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীই দেশের সেরা। সত্যিই নতুন ভারত এবং রাম রাজ্য এসে গেছে।’   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + sixteen =