সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ, উত্তপ্ত সিকিমে জারি বনধ

সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ, উত্তপ্ত সিকিমে জারি বনধ

6b16b1061c9d7685782bdd73a4c8254e

গ্যাংটক: দেশের শীর্ষ আদালতের একটি পর্যবেক্ষণ একদমই ভালোভাবে নেয়নি সিকিম। আর তার জেরেই সেখানে উত্তপ্ত পরিস্থিতি। শনিবার থেকে ৪৮ ঘণ্টার বনধের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। ইস্যুটির তীব্র নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং। কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক কী বলেছে যার জন্য এত উত্তেজনা সৃষ্টি হল পাহাড়ি রাজ্যে? 

আরও পড়ুন- সাড়ে ১২ হাজার টাকা বিনিয়োগ করলেই কোটিপতি! নেপথ্যে এই সরকারি প্রকল্প

ভারতের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, সিকিমের নেপালিরা ‘বিদেশি বংশোদ্ভূত’। এই বক্তব্য শোনার পরেই গত কয়েক দিন ধরে তপ্ত সে রাজ্যের পরিস্থিতি। রাজ্য সরকারের তরফেও ওই পর্যবেক্ষণ সংশোধনের জন্য শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। কিন্তু আপাতত বনধের পরিস্থিতিতে রাজ্যের পর্যটন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যার মধ্যে পড়েছেন অন্যান্য রাজ্য তথা দেশের পর্যটকরাও। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। তাই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে আবার পদত্যাগ করেছেন সিকিমের স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান অবস্থার জন্য তিনি এই সরকারকেই দায়ী করেছেন। তাঁর বক্তব্য, এই সরকারের তরফে সিকিমের অধিবাসীদের ভাবাবেগ গুরুত্ব সহকারে বিচার করা হয়নি। 

বছরের প্রায় অধিকাংশ সময়ই সিকিমে ভিড় করেন বহু পর্যটকরা। ‘ট্রাভেল ডেস্টিনেশন’ হিসেবে সিকিম অত্যন্ত জনপ্রিয়। তাই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়া রাজ্যের বাসিন্দাদের জন্য কখনই সুবিধাজনক নয়। যে রাজ্যের পর্যটন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে এই অবস্থা সঙ্কট তৈরি করে বৈকি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *