৫৮ বছরের নিষেধাজ্ঞায় ইতি! RSS-এ এবার শামিল হতে পারবেন সরকারি কর্মীরাও, তোপ কংগ্রেসের

নয়াদিল্লি: গত ৫৮ বছর ধরে সরকারি কর্মীদের উপর বহাল থাকা নিষেধাজ্ঞা তুলে নিল নরেন্দ্র মোদীর সরকার৷ এবার থেকে আরএসএস কার্যকলাপে অংশ নিতে পারবেন সরকার কর্মচারীরাও।…

নয়াদিল্লি: গত ৫৮ বছর ধরে সরকারি কর্মীদের উপর বহাল থাকা নিষেধাজ্ঞা তুলে নিল নরেন্দ্র মোদীর সরকার৷ এবার থেকে আরএসএস কার্যকলাপে অংশ নিতে পারবেন সরকার কর্মচারীরাও। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও নতুন বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ৫৮ বছর আগে করা ‘অসাংবিধানিক’ একটা নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করে নিল মোদী সরকার৷

 

উল্লেখ্য, আজ থেকে ৫৮ বছর আগে সরকারি কর্মীদের আরএসএস এবং জামাত-ই-ইসলামিতে যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্দিরা গান্ধীর সরকার। রবিবার সেই নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করে নেওয়া হয়৷ এর ফলে সরকারি কর্মীদের আরএসএসে যোগ দিতে কোনও বাধা রইল না৷

 

তবে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের খোঁচা দিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লেখেন, “আমলারা এবার শুধু অন্তর্বাস পরে আসবেন মনে হয়।’’