বালাকোটে গাছ মরেছে না জঙ্গি? প্রশ্ন তুলে বিতর্কে সিধু

আজ বিকেল: বালাকোটে ভারতীয় বায়ুসেনার জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার ঘটনায় ধোঁয়াশা বেড়েই চলেছে। এয়ার স্ট্রাইকে গাছ মরেছে না জঙ্গি তানিয়েও চলছে টানাপোড়েন। রয়টার বিবিসি-র মতো বেশ কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে কেন্দ্রের জঙ্গি নিধনের হিসেবও ভুয়ো। এরপরেই সার্জিক্যাল স্ট্রাইক টু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমতাবস্থায় ফের এয়ার স্ট্রাইক নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ান

24621ef1b6c41f93f1bfac44060f3ff1

বালাকোটে গাছ মরেছে না জঙ্গি? প্রশ্ন তুলে বিতর্কে সিধু

আজ বিকেল: বালাকোটে ভারতীয় বায়ুসেনার জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার ঘটনায় ধোঁয়াশা বেড়েই চলেছে। এয়ার স্ট্রাইকে গাছ মরেছে না জঙ্গি তানিয়েও চলছে  টানাপোড়েন। রয়টার বিবিসি-র মতো বেশ কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে কেন্দ্রের জঙ্গি নিধনের হিসেবও ভুয়ো। এরপরেই সার্জিক্যাল স্ট্রাইক টু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমতাবস্থায় ফের এয়ার স্ট্রাইক নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ান নভ্যোজৎ সিং সিধু।

বালাকোটে হামলা কেন করা হয়েছিল তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সিধু। বলেছেন, ৩০০ জঙ্গি মরেছে নাকি মরেনি? হ্যাঁ নাকি না? তাহলে কেন হামলা হয়েছিল? আমরা জঙ্গি মেরেছি নাকি গাছ? এটা কি নির্বাচনী গিমিক ছিল? সিধুর মতে সেনাকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এর আগে পুলওয়ামা হামলার পরও সিধু পাকিস্তানকে বাঁচাতে গিয়ে দেশে সমালোচনার মুখে পড়েছিলেন। বলেছিলেন, গোটা পাকিস্তানকে দোষী করা ঠিক নয়। এবারও সিধু দেশের বায়ুসেনার পাশে না দাঁড়িয়ে, তাঁদের এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পাশে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে।

এদিকে বিরোধীদের দাবি, রাফাল দূর্নীতি থেকে দেশবাসীর দৃষ্টি ঘোরাতেই এই নয়া রাজনীতির ঘুঁটি চেলেছে কেন্দ্রের মোদি সরকার।যার মধ্যে অন্যতম আসন্ন লোকসভা নির্বাচন। মসনদ ধরে রাখতে তাই সেনাদের হত্যালীলা পরে পাকিস্তান বিদ্বেষকে বড় করে দেখাতে নকল এয়ার স্ট্রাইক। সবমিলিয়ে ধর্মীয় সমীকরণ তাস যে বিজেপিকে খুব একটা সুবিধা করে দিতে পারেনি তা আরও একবার প্রমাণিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *