৭ রাজ্যের পঞ্চম দফার ভোটে বাজিমাত বাংলার, ভোট পড়ল ৬৯.৪৮%

আজ বিকেল: পঞ্চম দফায় ভোটের বাজারে বাজিমাত করল বাংলা। সাতটা রাজ্যের নির্বাচনে এদিন রেকর্ড সংখ্যাক ভোট পড়েছে এই রাজ্যে, ভোটের হার ৬৯.৪৮ শতাংশ। অন্যরাজ্যগুলি এই রেকর্ড থেকে অনেকটাই দূরে। এদিকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ঝাড়খণ্ডে পঞ্চম দফার ভোট পড়েছে ৫৮. ৭ শতাংশ। একইভাবে দিনের শেষে মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৫৭.৭৬ শতাংশ। অন্যদিকে উত্তরপ্রদেশে ভোটের শতরা হার ৪৮.৯৮

7756431e41c641fc2f218cc941e1e127

৭ রাজ্যের পঞ্চম দফার ভোটে বাজিমাত বাংলার, ভোট পড়ল ৬৯.৪৮%

আজ বিকেল: পঞ্চম দফায় ভোটের বাজারে বাজিমাত করল বাংলা। সাতটা রাজ্যের নির্বাচনে  এদিন রেকর্ড সংখ্যাক ভোট পড়েছে এই রাজ্যে, ভোটের হার ৬৯.৪৮ শতাংশ। অন্যরাজ্যগুলি এই রেকর্ড থেকে অনেকটাই দূরে।

এদিকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ঝাড়খণ্ডে পঞ্চম দফার ভোট পড়েছে ৫৮. ৭ শতাংশ। একইভাবে দিনের শেষে মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৫৭.৭৬ শতাংশ। অন্যদিকে উত্তরপ্রদেশে ভোটের শতরা হার ৪৮.৯৮ শতাংশ। রাজস্থানে ভোটের হার ৫৬. ৪১ শতাংশ।  এদিন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এবং লাদাখে ভোটগ্রহণ হয়, সেখানে সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ১৬.৭৭ শতাংশ।

পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ১৪ কেন্দ্রে, রাজস্থানে ১২টি কেন্দ্রে, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে যথাক্রমে সাতটি কেন্দ্রে, বিহারে পাঁচটি ও ঝাড়খণ্ডে চারটি কেন্দ্রে এদিন ভোট গ্রহণ হয়েছে। এর সঙ্গে ছিল জম্মু ও কাশ্মীরের দুটি কেন্দ্র। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, দেশজুড়ে ৬৭৪ জন রাজনৈতিক প্রার্থীর ভাগ্য নির্ধারণ করার জন্য মোট ৮.৭৫ কোটি  স্বীকৃত ভোটার রয়েছে। যারা এই ৬৭৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। এরমধ্যে গোটা ভোট প্রক্রিয়াকে দুর্নীতি হীন ও মসৃণ করতে ৯৬ হাজার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করতে পেরেছে কমিশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *