নয়াদিল্লি: মহারাষ্ট্র ও হরিয়ানা-সহ ১৮ রাজ্যের উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর রাজ্যসভায় কিছুটা হলেও চাপে পড়ল গেরুয়া শিবির৷ কারণ, মহারাষ্ট্র-হরিয়ানা দু’রাজ্য থেকে গেরুয়া শিবিরের আসন কমে গিয়েছে৷ ফলে, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা কিছুটা হলেও চাপে পড়ল বিজেপি৷ কারণ এই ফলাফলের জেরে রাজ্যসভার বিজেপির জোটের আসন সংখ্যা সামান্য হলেও কমবে৷ উল্টোদিকে কংগ্রেসের আসন সংখ্যা বাড়তে পারে৷
এই অংকে চাপে পড়ে গিয়েছে বিজেপি৷ মহারাষ্ট্র থেকে রাজ্যসভার আসন রয়েছে ১৪টি৷ হরিয়ানা থেকে রাজ্যসভার আসন সংখ্যা পাঁচটি৷ এর মধ্যে এতদিন বিজেপির ছিল তিনটি৷ আর কংগ্রেসের ছিল একটি৷ কিন্তু বর্তমানে বিধানসভার চেহারা হতে চলেছে, তাতে বিজেপি পক্ষে আর তিনজনকে রাজ্যসভায় পাঠানো সম্ভব নয়৷ উল্টো দিকে কংগ্রেসের আসন সংখ্যা বাড়ায় তারা এক জনের বেশি সদস্যকে রাজ্যসভায় সাংসদ হিসেবে পাঠাতে পারে৷ এতে নিঃসন্দেহে কোনও বিল পাস করানোর ক্ষেত্রে চাপে পড়বে শাসক বিজেপি৷
মহারাষ্ট্র তাদের জোটসঙ্গী শিবসেনার আসন সংখ্যা কমে গিয়েছে৷ তার প্রভাব রাজ্যসভার নির্বাচনেও পড়বে৷ সেটাও ভাবাচ্ছে অমিত সাহাদের৷ এই অবস্থায় বিকল্প পথ খুঁজে নামতে হবে গেরুয়া শিবিরকে৷ লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছে বিজেপি৷ একই দশা হয়েছে তেলেঙ্গায়৷ তখনও তাদের রাজ্যসভার আসন সংখ্যা কমে গিয়েছিল৷ আশা ছিল মহারাষ্ট্র, হরিয়ানা ভোট তাদের সেই ক্ষত পুষিয়ে দেবে৷ কিন্তু পুষিয়ে দেওয়া তো দূরের কথা, এবার তাদের প্রাপ্ত আসন সংখ্যা কমে যেতে বসেছে৷