জনমত সমীক্ষায় খারাপ ফল, মন্ত্রীকে তাড়ালেন মুখ্যমন্ত্রী

লখনই: লোকসভা নির্বাচনের এক্সিট পোল সামনে আসতেই অবশেষে ওপি রাজভরকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করলেন যোগী আদিত্যনাথ৷ এক মাস আগেই তিনি জোটসঙ্গী বিজেপির থেকে অব্যাহতি চেয়েছিলেন বলে দাবি রাজভরের। ২০১৭ সালে গঠিত উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে নিযুক্ত রাজভর বছরখানেক আগেই প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন৷ ভারতীয় সমাজ পার্টির প্রধান রাজভর গত মাসেই দাবি করেছিলেন, তিনি পদত্যাগ

8dcd895bfccc509b83b7c32172b001ab

জনমত সমীক্ষায় খারাপ ফল, মন্ত্রীকে তাড়ালেন মুখ্যমন্ত্রী

লখনই: লোকসভা নির্বাচনের এক্সিট পোল সামনে আসতেই অবশেষে ওপি রাজভরকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করলেন যোগী আদিত্যনাথ৷ এক মাস আগেই তিনি জোটসঙ্গী বিজেপির থেকে অব্যাহতি চেয়েছিলেন বলে দাবি রাজভরের। ২০১৭ সালে গঠিত উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে নিযুক্ত রাজভর বছরখানেক আগেই প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন৷

ভারতীয় সমাজ পার্টির প্রধান রাজভর গত মাসেই দাবি করেছিলেন, তিনি পদত্যাগ করেছেন। এদিন সকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি এপ্রিলেই ছাড়তে চেয়েছিলাম, কিন্তু যোগী সেটা গ্রহণ করেননি। যে গতিতে আমাকে সরিয়ে দেওয়া হল, এবার সেই গতিতে অনগ্রসর শ্রেণির জন্যও কাজ করুন৷’’

গত বছর থেকেই রাজভর জনসমক্ষে যোগী আদিত্যনাথকে আক্রমণ করে চলেছিলেন। অভিযোগ করেছিলেন, যোগী আদিত্যনাথ জোটসঙ্গী ও অনগ্রসর শ্রেণি সকলকেই অবহেলা করছেন। এপ্রিলে নাটকীয় ভাবে আদিত্যনাথের লখনউয়ের বাড়িতে রাত তিনটের সময় পদত্যাগপত্র জমা দিতে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন। পুরো ব্যাপারটা সামাল দিতে সেযাত্রায় সফল হয় পার্টি। রাজভর যাতে রাগ করে জোট থেকে বেরিয়ে না যান, সেদিকে খেয়াল রাখা হয়। অবশেষে এগজিট পোলের হিসেব প্রকাশিত হওয়ার পরদিনই রাজভরকে সরিয়ে দেওয়া হল মন্ত্রিত্ব থেকে। এগজিট পোলের হিসেব বলছে, বিজেপি জাতীয় নির্বাচনে বিপুল জয় পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার মসনদে বসবেন৷ কিন্তু, গতবারের তুলনায় এবার বিজেপি উত্তরপ্রদেশে অনেক কম আসন পাবে বলেও সমীক্ষায় প্রকাশ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *