নয়াদিল্লি: ফের ভাঙন তৃণমূলে৷ দলবদল করলেন তৃণমূলের দুই বিধায়কসহ আরও দুই নেতা৷ বিজেপির দিল্লির অফিস থেকে দলবদল করতে পারেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক৷ মঙ্গলবার বিজেপিতে যোগ দেন বাংলার চার তৃণমূল নেতা৷ এদিন লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা-সহ মোহাম্মদ আসিফ ইকবাল ও নিমাই দাস বিজেপি নাম লেখান৷
মঙ্গলবার প্রত্যাশা মতোই বিজেপিতে যোগ দেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়৷ মঙ্গলবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি৷ শুভ্রাংশু ছাড়া বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিএম দেবেন্দ্র রায়ও বিজেপিতে যোগ দেন৷ এছাড়াও কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ১৭জন কাউন্সিলারও বিজেপিতে যোগ দিয়েছেন।
Trinamool Congress MLA Manirul Islam joins Bharatiya Janata Party in Delhi. TMC’s Gadadhar Hazra, Mohd Asif Iqbal and Nimai Das also join BJP. pic.twitter.com/Y2rOILuZ2f
— ANI (@ANI) May 29, 2019
এছাড়া নৈহাটি পুরসভার ২৯জন কাউন্সিলরও বিজেপিতে যোগ দিলেন। এর ফলে এই তিন পুরসভা বিজেপির হাতে চলে গেল৷ কাঁকড়াপাড়া, হালিশহর ও নৈহাটি পুরসভার ৫০জন কাউন্সিলর যোগ দিলেন গেরুয়া শিবিরে। কাঁচড়াপাড়া পুরসভার ২৪ জনের মধ্যে ১৭জন, হালিশহর পুরসভার ২৪ জনের মধ্যে ১৭জন ও নৈহাটি ৩১জনের মধ্যে ২৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন৷