আগে হিট সিনেমা দিন, পরে সমালোচনা করবেন! অনুরাগকে কটাক্ষ বাবুলের

প্রথম থেকে মোদীর সমালোচনায় স্বোচ্চার ছিলেন তিনি৷ মাঝে তিনি চুপ করে যান৷ প্রকাশ্যে সভাবে তাঁকে প্রতিবাদ করতে দেখা যায়নি৷  কিন্তু কয়েকদিন জামিয়া আমিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি হানার প্রতিবাদে ফের সরব হতে দেখা যায় তাঁকে৷ তিনি অনুরাগ কাশ্যপ৷ আর তাঁর ক্রমাগত মোদীকে নিশানায় বেজায় চটেছেন বাবুল সুপ্রিয়৷ বাবুল সুপ্রিয় অনুরাগ কাশ্যপকে পরামর্শ দিয়েছেন, আগে হিট সিনেমা দিন, তারপর মোদির সমালোচনা করবেন৷

নয়াদিল্লি: প্রথম থেকে মোদীর সমালোচনায় স্বোচ্চার ছিলেন তিনি৷ মাঝে তিনি চুপ করে যান৷ প্রকাশ্যে সভাবে তাঁকে প্রতিবাদ করতে দেখা যায়নি৷  কিন্তু কয়েকদিন জামিয়া আমিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি হানার প্রতিবাদে ফের সরব হতে দেখা যায় তাঁকে৷ তিনি অনুরাগ কাশ্যপ৷ আর তাঁর ক্রমাগত মোদীকে নিশানায় বেজায় চটেছেন বাবুল সুপ্রিয়৷ বাবুল সুপ্রিয় অনুরাগ কাশ্যপকে পরামর্শ দিয়েছেন, আগে হিট সিনেমা দিন, তারপর মোদির সমালোচনা করবেন৷

বাবুলের এই মন্তব্য শুধু রাজনৈতিক মহল নয়, অবাক করেছে সিনেমাপ্রেমীকে৷ অনুরাগ কাশ্যপের প্রস্তুত করা সিনেমা হিট বা ফ্লপের বাইরে, একটা ঘরানা ধরা হয়৷ গ্যাংস অফ ওয়াসেরপুরের মতো একের পর এ কাল্ট সিনেমা তাঁর পকেটে৷ এই প্রযোজক তথা ডিরেক্টরকে হিট সিনেমা বানানোর পরামর্শ দিচ্ছেন কি না বাবুল সুপ্রিয়৷

সিএএ বিরোধী আন্দোলন থেকে জেএনইউ কাণ্ডে কোটনঠাসা বিজেপি৷ সিএএ বিরোধী আন্দোলন নিয়ে দেশের জনগণ সরব তো ছিলেন৷ তারপর যুক্ত হয়ে জামিয়া আমিয়া বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশি হানা৷ এই নিয়ে দেশে বিদেশে নিন্দার হাওয়া বইছে, সেই সময় জেএনইউতে রবিবার মুখোশ পরে হামলা করে একদল দুষ্কৃতী৷ অধ্যাপক থেকে পড়ুয়ারা গুরুতর আহত হন৷

সম্প্রতি দীপিকা পাডুকোন আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে যান৷ এই নিয়েও গেরুয়া শিবির বেজায় চটেছেন৷ শিবিরের বেশ কয়েকজন নেতৃত্ব দীপিকার সিনেমা বয়কটের ডাক দিয়েছেন৷ যদিও অতি বড় মোদি ভক্তও এই বয়কট মানতে পারেননি৷ যার জেরে গেরুয়া শিবির অনেকটাই ভাগ হয়ে গিয়েছে৷ 

এই পরিস্থিতি জেএনইউয়ে বিক্ষোভ অব্যাহত৷ এই বিক্ষোভের মাঝেই পুলিশ ফের পড়ুয়াদের ওপর লাঠিচার্চ করে৷ ফলে ফের নতুন করে ব্যাকফুটে চলে যায় গেরুয়া শিবির৷ এহেন পরিস্থিতিতে নিজের নম্বর কিছুটা বাড়াতেই বাবুল সুপ্রিয় এই মন্তব্য করেছেন৷ কারণ মোদী বিরোধী মুখ হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন অনুরাগ কাশ্যপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =