বাংলা থেকে কোন মন্ত্রক পেলেন বাবুল, দেবশ্রী?

নয়াদিল্লি: বাংলায় বিরোধী দলের ব্যাটন পেলেও মন্ত্রিসভায় ব্রাত্যই থেকে গেলেন মুকুল-দিলীপরা। ২০১৪-তে দুটো আসন পেয়েছিল বিজেপি। এবার সেই মিথ ভেঙে বাংলায় ইতিহাস গড়েছে বিজেপি, তারপরেও বাংলার বিজেপি নেতৃত্বের জন্য মোদির মন্ত্রিসভায় ঠাঁই নেই ঠাঁই নেই রব। এত সাফল্যের পরেও পূর্ণ মন্ত্রীর শিকে ছিঁড়ল না। বাবুল সুপ্রিয় এবারেও প্রতিমন্ত্রী হলেন, সঙ্গে দেবশ্রী চৌধুরিও পেলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব৷

বাংলা থেকে কোন মন্ত্রক পেলেন বাবুল, দেবশ্রী?

নয়াদিল্লি: বাংলায় বিরোধী দলের ব্যাটন পেলেও মন্ত্রিসভায় ব্রাত্যই থেকে গেলেন মুকুল-দিলীপরা। ২০১৪-তে দুটো আসন পেয়েছিল বিজেপি। এবার সেই মিথ ভেঙে বাংলায় ইতিহাস গড়েছে বিজেপি, তারপরেও বাংলার বিজেপি নেতৃত্বের জন্য মোদির মন্ত্রিসভায় ঠাঁই নেই ঠাঁই নেই রব। এত সাফল্যের পরেও পূর্ণ মন্ত্রীর শিকে ছিঁড়ল না। বাবুল সুপ্রিয় এবারেও প্রতিমন্ত্রী হলেন, সঙ্গে দেবশ্রী চৌধুরিও পেলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব৷ আজ, শুক্রবার মোদির মন্ত্রিসভার মন্ত্রক ঘোষণা করা হয়েছে৷ বাবুল, দেবশ্রী-সহ কাকে কোন মন্ত্রকের দায়িত্ব দিলেন নরেন্দ্র মোদি?

জানা গিয়েছে, এবার বিদেশমন্ত্রী হচ্ছেন এস দয়শঙ্কর৷ অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমন৷ আইনমন্ত্রী হচ্ছেন রবিশঙ্কর প্রসাদ৷ প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং৷ স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ৷ পীযূশ গোয়েল হচ্ছেন রেলমন্ত্রী৷ সড়ক পরিবহণমন্ত্রী হচ্ছেন নিতিন গড়করি৷ বিদেশমন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর৷ বাবুল সুপ্রিয়কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হল৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন দেবশ্রী চৌধুরী৷

কর্মীবর্গ, পেনশন, পরমাণু শক্তি মন্ত্রক থাকছে প্রধানমন্ত্রীর হাতে৷ সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী হচ্ছেন মোক্তার আব্বাস নাকভি৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হচ্ছেন প্রকাশ জাভড়েকর৷ নারী ও শিশুকল্যাণ ও বন্ত্রমন্ত্রী হচ্ছেন স্মৃতি ইরানি৷ মানবসম্পদ উন্নয়নমন্ত্রী হচ্ছেন রমেশ পোখরিয়াল৷ স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন হর্ষবর্ধন৷ পেট্রোলিয়াম মন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান৷ রাসায়ণিক ও সার মন্ত্রকে মন্ত্রী হচ্ছেন সদানন্দ গৌড়া৷ ক্রেতা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকে দায়িত্ব পাচ্ছেন রামবিলাস পাসোয়ান৷ কৃষিমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র সিং তোমার৷ খাদ্য প্রক্রিয়করণমন্ত্রী হচ্ছেন হরসিম কাউর বাদল৷ আদিবাসীকল্যাণমন্ত্রী হচ্ছেন অর্জুন মুন্ডা৷ সামাজিক ন্যায় মন্ত্রকে যাচ্ছেন থেওয়ার চাঁদ গেহলত৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি৷ শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী৷ ৩৩ জন রাষ্ট্রমন্ত্রী ও ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও এদিন শপথ নিয়েছেন৷

এবারের মন্ত্রী তালাকায় সব থেকে বড় চমক দুটি৷ অমিত শাহ ও এস জয়শঙ্করকে শপথ বাক্য পঠা করিয়ে চমক দিয়েছেন মোদি৷ এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি সুষমা স্বরাজ৷ অরুণ জেটলি৷ মানেকা গান্ধি ও রাজ্যবর্ধন সিং রাঠোররা৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন কিরণ রিজুজ৷ সন্তোষ গঙ্গোয়ার৷ রাও ইন্দ্রজিৎ সিং৷ বাংলা থেকে দু’জন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন৷ বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *