‘বাবা কা ধাবা’ দম্পতির বিনামূল্যে ছানি অপারেশন! ডাক্তারকে কুর্নিশ নেট পাড়ার

কিছুদিন আগে নেট পাড়া ছেড়ে গিয়েছিল এক দম্পতির ভিডিওতে।

নয়াদিল্লি: কিছুদিন আগে নেট পাড়া ছেড়ে গিয়েছিল এক দম্পতির ভিডিওতে। ‘বাবা কা ধাবা’ হোটেলের ভিডিও ফুটেজ মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। একইসঙ্গে ভাইরাল হয়েছিলেন কান্ত প্রসাদ এবং বাদামি দেবী। ভিডিও ভাইরাল হতে ইন সেই ‘বাবা কা ধাবা’ আজ ক্রেতাদের জন্য পরিপূর্ণ। সেই বৃদ্ধ দম্পতির বিনামূল্যে ছানি অপারেশন করলেন দিল্লির এক ডাক্তার। ঘটনার কথা সামনে আসতেই সেই ডাক্তারকে অভিনন্দন জানাচ্ছেন নেট পাড়ার সকলে।

টুইটারে এক মহিলা পোস্ট করে বলেন, তার এক বন্ধুর বাবা, যিনি একজন ডাক্তার তিনি এই দম্পতির ভাইরাল হওয়া ভিডিও দেখেছিলেন। এই ভিডিও দেখেই বুঝতে পারেন দুজনেরই চোখে ছানি রয়েছে। তাই নিজের উদ্যোগে বিনামূল্যে তাদের ছানি অপারেশন করিয়েছেন তিনি। কান্ত প্রসাদ এবং বাদামি দেবীর একসঙ্গে ছানি অপারেশন হয়েছে এবং সেই অপারেশন সাকসেসফুল।

ওই ডাক্তারের কথায়, ভিডিও দেখেই তিনি বুঝতে পারেন ওই দুজনের চোখে ছানি রয়েছে। পরবর্তী সময়ে আরও খেয়াল করে তিনি বুঝতে পারেন ছানি অবস্থা খুব একটা ভালো নয়। তাড়াতাড়ি অপারেশন না করলে চোখের ক্ষতি হতে পারে। সেই কারণে তিনি চটজলদি ব্যবস্থা করেন যাতে ওই দুজন বৃদ্ধের চোখের অপারেশন করা সম্ভব হয়। অবশেষে সম্পূর্ণ নিজের উদ্যোগে বিনামূল্যে দুজনের চোখের অপারেশন করেন তিনি। এই খবরের কথা সামনে আসতেই নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন ডাক্তারকে। কেউ কেউ বলছেন, আজকের দুনিয়ায় এই ধরনের মানবিকতা প্রয়োজন। কেউ আবার বলছেন, এইভাবে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করা নজিরবিহীন ঘটনা। দেশে যেন আরো এই ধরনের ঘটনা ঘটে।

দক্ষিণ দিল্লিতে একটা ছোট্ট খাবারের দোকান ওই দম্পতির। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কোন খদ্দের ছিল না তাদের দোকানে। তবে দোকানে আসা এক খদ্দেরের কাছে নিজের দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে কান্ত প্রসাদ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায়। তারপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি ‘বাবা কা ধাবা’ দম্পতিকে। সাধারণ মানুষের সাহায্য থেকে শুরু করে তারকাদের সাহায্যও পেয়েছেন তারা। যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও ইতিমধ্যে সাত লক্ষ মানুষ দেখে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ট্রেন্ডিং ছিল #বাবা কা ধাবা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =