করোনা মোকাবিলায় আয়ুর্বেদে ভরসা, যৌথ গবেষণায় ভারত-আমেরিকা

কোভিড ১৯ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য তোড়জোড় চলছে। ইতিমধ্যে আয়ুষ মন্ত্রকের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে আয়ুর্বেদ গবেষকদের।  তারা ৪টি আয়ুর্বেদিক ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের কথাও জানিয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (এইমস) সঙ্গে যৌথ উদ্যোগে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (এনআইএ) শুরু করেছে কাজও। এরই মধ্যে ভারত ও আমেরিকার গবেষকরা করোনা মোকাবিলায় আয়ুর্বেদ নিয়ে যৌথভাবে পরীক্ষা নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

নয়াদিল্লি: কোভিড ১৯ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য তোড়জোড় চলছে। ইতিমধ্যে আয়ুষ মন্ত্রকের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে আয়ুর্বেদ গবেষকদের।  তারা ৪টি আয়ুর্বেদিক ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের কথাও জানিয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (এইমস) সঙ্গে যৌথ উদ্যোগে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (এনআইএ) শুরু করেছে কাজও। এরই মধ্যে ভারত ও আমেরিকার গবেষকরা করোনা মোকাবিলায় আয়ুর্বেদ নিয়ে যৌথভাবে পরীক্ষা নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

ভারত ও মার্কিন মুলুকের আয়ুর্বেদ বিভাগের চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকরা ভার্চুয়ালি বৈঠক করেছেন গত বুধবার। করোনা মোকাবিলায় প্রতিষেধক আবিষ্কারের জন্যই তাঁরা যৌথভাবে গবেষণা করতে চান, এমনটাই জানিয়েছেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু। তিনি বলেন, ‘যৌথ গবেষণা, শিক্ষাদানের সাহায্যে আমরা আয়ুর্বেদ চিকিৎসাব্যবস্থার উন্নতিসাধনের চেষ্টা করি। কোভিড ১৯ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য আয়ুর্বেদ বিষয় নিয়ে অনুশীলন করছেন, দেশের এমন বহু মানুষ এবং গবেষকরা মিলে পরীক্ষা চালাচ্ছেন। হচ্ছে ট্রায়ালও।’

এক্ষেত্রে এদেশের বিজ্ঞানীরা প্রথম সারির গবেষকদের সঙ্গে নানা পরামর্শও করছেন। কোভিড ১৯ ভাইরাস মোকাবিলায় কম মূল্যের ওষুধ প্রস্তুত ও প্রতিষেধক আবিষ্কারের ক্ষেত্রে ভারতের ফার্মসিউটিকল সংস্থাগুলি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করেন তরণজিৎ সিং সাঁধু। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের ক্ষেত্রে আমরা আমাদের কথা মতো ভ্যাকসিন অ্যাকশন প্রোগ্রামের (ভিএপি) বৈঠকের আয়োজন করেছি। সেখানে ভারত ও মার্কিন মুলুকের তাবড় তাবড় বিজ্ঞানীদের সঙ্গে নিয়োজিত রয়েছেন।’

এর আগে মে মাসে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে করোনা মোকাবিলার পরামর্শ দিয়েছিল কেন্দ্রের আয়ুষ মন্ত্রক। সেখানে ৪টি আয়ুর্বেদিক ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করার পরিকল্পনা করা হয়। কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক ১৪ মে টুইটে জানিয়েছেন সেই কথা। আয়ুষ ৬৪ ছাড়াও অশ্বগন্ধা, যষ্ঠিমধু ও গুড়ুচি ধনবটির কথা উঠে এসেছে সেই পরিকল্পনায়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল রিসার্চ যোধপুর এবং ন্যাশনাল ইনস্টিউট অফ আয়ুর্বেদের মধ্যে একটি চুক্তিও সাক্ষরিত হয়েছে। এনআইএ প্রধান প্রফেসর সঞ্জীব শর্মা জানিয়েছেন, ভারতের দুটি অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে করোনা চিকিত্সায়। এবার ভারত ও আমেরিকার বিজ্ঞানীদের প্রচেষ্টা কোভিড ১৯ মোকাবিলায় আয়ুর্বেদকে আরও কিছুটা এগিয়ে দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =