অযোধ্যা শুনানি দৈনিক শুনানি এবার সুপ্রিম কোর্টেই

নয়াদিল্লি : ব্যর্থ মধ্যস্থতা৷ অযোধ্যা বিবাদের সামাধান না তৈরি হওয়ায় আদালতের গঠন করা কমিটির কার্যকারিতা ১৫৫ দিন পরে খারিজ করে দেওয়া হয়েছে৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম কাইফুল্লা, শ্রী শ্রী রবিশঙ্কর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চুর মধ্যস্থতা কমিটি ছিলেন৷ কিন্তু, কমিটিতে কোনও পক্ষই বিবাদ মেটাতে আগ্রহ না দেখানোয় বাতিল হয় কমিটি৷ রাম জন্মভূমির বিবাদিত ২.৭৭

অযোধ্যা শুনানি দৈনিক শুনানি এবার সুপ্রিম কোর্টেই

নয়াদিল্লি : ব্যর্থ মধ্যস্থতা৷ অযোধ্যা বিবাদের সামাধান না তৈরি হওয়ায় আদালতের গঠন করা কমিটির কার্যকারিতা ১৫৫ দিন পরে খারিজ করে দেওয়া হয়েছে৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম কাইফুল্লা, শ্রী শ্রী রবিশঙ্কর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চুর মধ্যস্থতা কমিটি ছিলেন৷ কিন্তু, কমিটিতে কোনও পক্ষই বিবাদ মেটাতে আগ্রহ না দেখানোয় বাতিল হয় কমিটি৷

রাম জন্মভূমির বিবাদিত ২.৭৭ একর জমিতে কী হবে তা নিয়ে এবার শুনানি শুরু হবে দেশের শীর্ষ আদালতে৷  আগামী ৬ আগস্ট থেকে প্রতিদিন ফের শুনানি শুরু হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 11 =