করোনার কোপ: রামমন্দির ভূমি পুজোর মঞ্চে থাকবেন কারা?

করোনার কোপ: রামমন্দির ভূমি পুজোর মঞ্চে থাকবেন কারা?

 লখনউ:  অযোধ্যার রাম মন্দিরের বিশাল সমারোহের দুদিন আগে গেরুয়া থিমের আমন্ত্রণপত্র উন্মোচিত হল। আমন্ত্রণ পত্রে আমন্ত্রিতদের তালিকায় নরেন্দ্র মোদীর সঙ্গে আর মাত্র তিনজনের নাম রয়েছে। সহজেই বুঝতে পারা যায় করোনার জন্য অতিথি তালিকায় বড়সড় কাটছাঁট করা হয়েছে। মঞ্চে থাকবেন মাত্র পাঁচজন অতিথি। তাঁরা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহন্ত নৃত্যগোপাল দাস।

এই নামগুলি ছাড়াও আমন্ত্রণপত্রে রয়েছে রাম লালা বা শিশু রামের মূর্তির একটি ছবি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর প্রথম আমন্ত্রণপত্রটি গেছে অযোধ্যার জমি মামলার মুসলিম লিটিগেশন প্রদানকারী ইকবাল আনসারির নামে। এটিকে তিনি ভগবান রামের ইচ্ছা বলে মন্তব্য করেছেন বলে জানা গেছে। এছাড়াও আমন্ত্রণপত্র বিস্তৃতক্ষেত্রে আরও ১৫০ মানুষের মধ্যে বিলি হয়েছে। দেশের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই রাম মন্দিরের ভূমিপূজনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাম মন্দিরের নির্মাণকাজ শুরুর প্রতীক হিসেবে একটি ৪০ কেজি ওজনের রুপোর ইট স্থাপনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

এই রাম মন্দির স্থাপন বিগত কয়েক দশক জুড়ে বিজেপির প্রধান অ্যাজেন্ডা এবং নির্বাচনের প্রধান প্রতিশ্রুতি। বছর বছর ধরে চলে আসা বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটিযে ২.৭৭ একর জমির ওপর মন্দির নির্মাণ হবে। মন্দির তৈরীর উদ্যোক্তারা মনে করেন ষোড়শ শতকে তৈরী বাবরি মসজিদ রাম জন্মভূমিতে স্থাপিত একটি মন্দিরের ওপর তৈরী হয়েছিল। নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট বলে সংশ্লিষ্ট এলাকায মন্দির তৈরী হবে এবং বিকল্প পাঁচ একর জমি মুসলিমদের দিতে হবে।

যোগী আদিত্যনাথ আয়োজিত এই বিশাল সমারোহে দেখা যাবে না রাম মন্দির আন্দোলনের বেশ কয়েকজন পুরোধাকে। এরা হলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী এবং উমা ভারতী। আদবানি এবং যোশীকে ফোনে নিমন্ত্রণ জানানো হয়েছে, তাঁরা করোনা সতর্কতা দেখতে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলে খবর। উমা ভারতী জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং অন্য অতিথিদের নিরাপত্তার জন্য অনুষ্ঠান থেকে দূরেই থাকবেন। সকলে চলে যাওয়ার পর তিনি ঘটনাস্থল ঘুরে আসবেন বলেও ভারতী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *