অযোধ্যা মামলা: বিচারপতি বদলের দাবি উঠতেই পণ্ড শুনানি

নয়াদিল্লি: ফের শীর্ষ আদালতে পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি৷ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের বিচারপতি বদলের দাবি ওঠায় মামলার শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন রধান বিচারপতি৷ এদিন মামলার শুনানিতে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বিচারপতি ইউ ইউ ললিতের উপস্থিতি নিয়ে মুসলিম বোর্ডের তরফে প্রশ্ন তোলা হয়৷ দাবি করা হয়, আইনজীবী থাকাকালীন ইউ ইউ ললিত অযোধ্যা মামলার

অযোধ্যা মামলা: বিচারপতি বদলের দাবি উঠতেই পণ্ড শুনানি

নয়াদিল্লি: ফের শীর্ষ আদালতে পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি৷ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের বিচারপতি বদলের দাবি ওঠায় মামলার শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন রধান বিচারপতি৷

এদিন মামলার শুনানিতে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বিচারপতি ইউ ইউ ললিতের উপস্থিতি নিয়ে মুসলিম বোর্ডের তরফে প্রশ্ন তোলা হয়৷ দাবি করা হয়, আইনজীবী থাকাকালীন ইউ ইউ ললিত অযোধ্যা মামলার পক্ষে সওয়াল করেছিলেন৷ বিচারপতির বিরুদ্ধে প্রশ্ন ওঠায় নিজে থেকেই সরে দাঁড়ান ইউ ইউ ললিত৷ মামলা শুরুতেই  পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের নিয়ে প্রশ্ন ওঠায় মামলার শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ নতুন বেঞ্চ গঠন করে আগামী ২৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত৷

অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে গত ছ’দশক ধরে মমলা চলছে আদালতে৷ আগে একবার পিছিয়ে যাওয়ার পর মামলার শুনানি শুরু হয়৷ গঠিত হয় সাংবিধানিক বেঞ্চ৷কিন্তু, শুরুতেই বাধার মুখে মামলার শুনানি৷ কয়েকটি ধর্মীয় সংগঠন চায় রাম মন্দির নির্মাণ করতে অর্ডিন্যান্স নিয়ে আসুক সরকার৷ বিজেপি ও তাদের সহযোগী দলেরও অনেকেই সেটা চায়৷ কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেরকম কিছু করা যাবে না৷ গত বছর এই মামলার শুনানি দ্রুত করার আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে৷ সেটি খারিজ করে দিয়েছিল আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =