নয়াদিল্লি: না, এখনও ফয়সলা হল অযোধ্যা মামলা৷ মাত্র ৬ মিনিটের শুনানিতে মামলার পিছলো ৩ মাস৷ আজ, শুক্রবার ছিল অযোধ্যা মামলার শুনানি৷ মাত্র ৬ মিনিটের মধ্যেই পরবর্তী শুনানির দিন ঘোষণা করল দেশের শীর্ষ আদালত৷ আগামী ১৫ অগস্টের মধ্যে মধ্যস্থতাকারীদের সমাধানসূত্র বের করার নির্দেশ সুপ্রিম কোর্টের৷
এদিন প্রধান বিচারইপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মধ্যস্থতাকারীরা আরও কিছুদিন সময় চাইছেন৷ আমাদেরও মনে হয়, ঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মধ্যস্থতাকারীদের আরও সময় দেওয়া প্রয়োজন৷ এর আগের সুপ্রিম কোর্ট একটি মধ্যস্থতাকারীদের কমিটি গড়ে দেয়৷ কমিটির প্রধান করা হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম কলিফুল্লাহ্কে৷ জানানো হয়, কমিটি তাদের রিপোর্ট পেশের পরেই সিদ্ধান্ত জানাবে দেশের শীর্ষ আদালত৷
Ayodhya matter: Three-members Mediation panel seeks extension of time to find an amicable solution. Supreme Court grants time till August 15. CJI also says, “we’re not going to tell you what progress has been made, that’s confidential” pic.twitter.com/XRLTS0lorc
— ANI (@ANI) May 10, 2019
অযোধ্যা মামলা৷ সমস্যার সূত্রপাত ১৯৯২ সালে৷ একাধিক হিন্দু সংগঠনের তরফে দাবি করা হয়, বাবরি মসজিদ আসলে রাম জন্মভূমি৷ রাজত্বকালে এই রাম জন্মভূমির উপর বাবরি মসজিদ বানিয়েছিলেন৷ ১৯৯২ সালে মসজিদ ভাঙা নিয়ে দেশজুড়ে হিন্দু-মুসলিম সংঘর্ষ বাধে৷ ৯২-এর দাঙ্গার বলি হন অন্তত ২০০০ মানুষ৷ কোনক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় মামলা৷ ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় ঘোষণা করে, ২.৭৭ একর এই জমিকে তিন ভাগে ভাগ করে দেওয়া হবে৷ একটি ভাগ পাবে সুন্নি ওয়াকফ বোর্ড, একটি ভাগ পাবে নির্মোহী আখাড়া ও তৃতীয় ভাগটি পাবে রাম লাল্লা৷ এই সিদ্ধান্তের পরেই সুপ্রিম কোর্টে ১৪টি মামলা করা হয়৷সেই থেকেই মামলার গেরোয় থমকে বাবরি মসজিদ ও রাম মন্দিরের ভাগ্য৷