৬ মিনিটের শুনানিতে অযোধ্যা মামলার পিছলো ৩ মাস

নয়াদিল্লি: না, এখনও ফয়সলা হল অযোধ্যা মামলা৷ মাত্র ৬ মিনিটের শুনানিতে মামলার পিছলো ৩ মাস৷ আজ, শুক্রবার ছিল অযোধ্যা মামলার শুনানি৷ মাত্র ৬ মিনিটের মধ্যেই পরবর্তী শুনানির দিন ঘোষণা করল দেশের শীর্ষ আদালত৷ আগামী ১৫ অগস্টের মধ্যে মধ্যস্থতাকারীদের সমাধানসূত্র বের করার নির্দেশ সুপ্রিম কোর্টের৷ এদিন প্রধান বিচারইপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে

৬ মিনিটের শুনানিতে অযোধ্যা মামলার পিছলো ৩ মাস

নয়াদিল্লি: না, এখনও ফয়সলা হল অযোধ্যা মামলা৷ মাত্র ৬ মিনিটের শুনানিতে মামলার পিছলো ৩ মাস৷ আজ, শুক্রবার ছিল অযোধ্যা মামলার শুনানি৷ মাত্র ৬ মিনিটের মধ্যেই পরবর্তী শুনানির দিন ঘোষণা করল দেশের শীর্ষ আদালত৷ আগামী ১৫ অগস্টের মধ্যে মধ্যস্থতাকারীদের সমাধানসূত্র বের করার নির্দেশ সুপ্রিম কোর্টের৷

এদিন প্রধান বিচারইপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মধ্যস্থতাকারীরা আরও কিছুদিন সময় চাইছেন৷ আমাদেরও মনে হয়, ঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মধ্যস্থতাকারীদের আরও সময় দেওয়া প্রয়োজন৷ এর আগের সুপ্রিম কোর্ট একটি মধ্যস্থতাকারীদের কমিটি গড়ে দেয়৷ কমিটির প্রধান করা হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম কলিফুল্লাহ্‌কে৷ জানানো হয়, কমিটি তাদের রিপোর্ট পেশের পরেই সিদ্ধান্ত জানাবে দেশের শীর্ষ আদালত৷

অযোধ্যা মামলা৷ সমস্যার সূত্রপাত ১৯৯২ সালে৷ একাধিক হিন্দু সংগঠনের তরফে দাবি করা হয়, বাবরি মসজিদ আসলে রাম জন্মভূমি৷ রাজত্বকালে এই রাম জন্মভূমির উপর বাবরি মসজিদ বানিয়েছিলেন৷ ১৯৯২ সালে মসজিদ ভাঙা নিয়ে দেশজুড়ে হিন্দু-মুসলিম সংঘর্ষ বাধে৷ ৯২-এর দাঙ্গার বলি হন অন্তত ২০০০ মানুষ৷ কোনক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় মামলা৷ ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় ঘোষণা করে, ২.৭৭ একর এই জমিকে তিন ভাগে ভাগ করে দেওয়া হবে৷ একটি ভাগ পাবে সুন্নি ওয়াকফ বোর্ড, একটি ভাগ পাবে নির্মোহী আখাড়া ও তৃতীয় ভাগটি পাবে রাম লাল্লা৷ এই সিদ্ধান্তের পরেই সুপ্রিম কোর্টে ১৪টি মামলা করা হয়৷সেই থেকেই মামলার গেরোয় থমকে বাবরি মসজিদ ও রাম মন্দিরের ভাগ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *