কাটলিছড়া : লোকসভা নির্বাচনের ঘণ্টা যে-কোনও সময় বাজিয়ে দিতে পারে নির্বাচন কমিশন। সে-দিকে লক্ষ্য রেখে সবধরনের আনুষঙ্গিকতা ঘোচাতে ব্যস্ত জেলাশাসকরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতেও সচেতনতা অভিযান শুরু করেছে এসভিভিপিসেল। রবিবার হাইউলাকান্দি জেলার অন্তর্গত কাটলিছড়ার রংপুর গ্রামের ৫০৩ নম্বর আপিন এলপি স্কুলে বিশেষভাবে সক্ষম জনগণ ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এক ভোট সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে জেলা প্রশাসন কর্তৃক গঠিত প্রচার সেলের সদস্য শংকর চৌধুরী উপস্থিত সবাইকে জেলা প্রশাসনের তরফে আসন্ন লোকসভা নির্বাচনের আগাম শুভেচ্ছা জানিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে অবগত করান।
তাছাড়া হাইলাকান্দি জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক কীর্তি জল্লি যেভাবে এক সুন্দর ও সার্থক নির্বাচন সম্পন্ন করতে জেলার ভোটারদের সহযোগিতা চেয়েছেন এ মর্মে অবগত করানো হয়। বিশেষভাবে সক্ষম ভোটদের জন্যও ভোটকেন্দ্রে পৃথক সুব্যবস্থা থাকবে বলেও অবগত করেছেন শংকরবাবু। সভায় কাটলিছড়া বিএড কলেজের অধ্যাপক দেবজিত দে এবং এসকে রায় কলেজের অধ্যাপক মানিক গুপ্ত ভোটদানের অধিকার সম্পর্কে অবগত করেন। তাঁরা নির্বাচন কমিশনের এই উদ্যেগকে সাধুবাদ জানান। শেষ পর্বে ভোটাদের সংকল্পবাক্য পাঠ করিয়ে সকলকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার শপথ গ্রহণ করানো হয়েছে।