নয়াদিল্লি: গত বছরের ঈদ দিন৷ ছুটিতে বাড়ি ফিরছিলেন ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ঔরঙ্গজেব৷ খুশির ঈদে অংশ নেওয়ার আগেই বাড়ি ফেরার পথে অপহৃত হন ওই জওয়ান৷ খুনের ঘটনা প্রকাশ্যে ভিডিও ছড়িয়েছিল জঙ্গিরা৷ দাদার খুনের বদলা নিতে এবার সেনায় যোগ দিলেন জওয়ানের দুই ভাই মহম্মদ তারিক ও মহম্মদ শাবির৷
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের সদর দপ্তরে গিয়ে সেনার ১৫৬ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে যোগ দেন তাঁরা৷ তাঁদের বাবা মহম্মদ হানিফ প্রাক্তন সেনাকর্মী৷ ছেলেদের দেশের সেবায় যোগ দিতে দেখে গর্বিত তিনিও৷
J&K: Mohd Tariq & Mohd Shabbir, brothers of Army personnel Aurangzeb join Indian Army during Enrolment Parade of 100 New Recruits, today in Rajouri. Aurangzeb was abducted & later killed by terrorists, when he was on his way home on June 14, 2018. pic.twitter.com/KhZjow9N1k
— ANI (@ANI) July 22, 2019
২০১৮ সালের ১৪ জুন৷ ঈদের ছুটিতে পুঞ্চে নিজের বাড়ি ফিরছিলেন ঔরঙ্গজেব৷ পুলওয়ামায় মাঝপথে তাঁকে অপহরণ করে জঙ্গিরা৷ পরে গুলি করে মারা হয় তাঁকে৷ ভাইয়ের মৃত্যুর পরেই বদলা নেওয়ার জন্য সেনায় যোগদানের ব্যাপারে মনস্থির করে ফেলেছিল দুই ভাই৷ ৭ মার্চ পুঞ্চের সুরানকোট বেল্টে সেনায় নিয়োগের পরীক্ষায় পাশ করেন তাঁরা৷ পাঞ্জাব রেজিমেন্টের অধীনে প্রশিক্ষণ নিয়ে এবার যোগ দিলেন কাজে৷