ভারতে বড়সড় নাশকতা হামলার ছক বানচাল, রাশিয়ায় আটক IS জঙ্গি

ভারতে বড়সড় নাশকতা হামলার ছক বানচাল, রাশিয়ায় আটক IS জঙ্গি

66edfa53fdc6b549391d8e75919a0142

নয়াদিল্লি: অল্পের জন্য বড়সড় নাশকতা হামলার হাত থেকে রক্ষা পেল ভারত। রুশ গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়ল সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক ফিদাঁয়ে জঙ্গি। রুশ গোয়েন্দাদের দাবি, ভারতে বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ধৃত ওই সন্ত্রাসবাদীর। ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরাই ছিলেন ওই জঙ্গির টার্গেট। নিশানায় ছিলেন কেন্দ্রের ক্ষমতাসীন একাধিক শীর্ষস্থানীয় বিজেপি নেতা। সম্প্রতি ধৃত ওই জঙ্গিকে জেরা করেই মিলেছে সেই সমস্ত চাঞ্চল্যকর তথ্য।

জানা যাচ্ছে কয়েকদিন আগেই ইসলামিক সংগঠনের ওই জঙ্গিকে আটক করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস তথা FSB। এরপরই সংস্থার অফিসাররা ধৃত ওই সন্ত্রাসবাদীকে জেরা করতে শুরু করেন। তখনই সামনে এসেছে এই হামলার চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গত এপ্রিল ও জুনের মধ্যে ভারতে আত্মঘাতী হামলার জন্য তাকে নিয়োগ করে IS-র শীর্ষ নেতৃত্ব। এর জন্য তাকে প্রয়োজনীয় নথি ও সামগ্রীও দেওয়া হয়েছিল। বিজেপির শীর্ষ নেতাকে হত্যার জন্য ওই জঙ্গি শপথ নিয়েছিল বলেও দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা FSB। তবে কোন নেতাকে হত্যার ছক কষা হয়েছিল তা এখনও জানা যায়নি। এই চক্রে আর কেউ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন রুশ গোয়েন্দারা।

এই ঘটনা প্রসঙ্গে সোমবার রুশ প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘নিষিদ্ধ ইসলামিক (ISIS) জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে এফএসবি। ধৃত মধ্য এশিয়ার একটি দেশের সদস্য। ভারতের শাসকদলের এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল সে। ধৃতকে আত্মঘাতী জঙ্গি হিসেবে তুরস্কের এক আইএস নেতা নিযুক্ত করেছে।’

রুশ গোয়েন্দা সংস্থা সূত্রে আরও খবর, আটক ঐ ব্যক্তিকে তুরস্কের এক আইএস নেতা নিয়োগ করেছিল। আত্মঘাতী হামলাকারী হিসেবেই নিয়োগ করা হয়েছিল তাকে। কয়েকদিন আগেই তাকে রাশিয়ায় আসতে নির্দেশ দেওয়া হয়েছিল। রাশিয়া থেকে সোজাসুজি ভারতে উড়ে যাওয়ার কথা ছিল ওই জঙ্গির। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত সপ্তাহে রাশিয়ায় এসে পৌঁছায় ধৃত সন্ত্রাসবাদী। তার ঠিক কয়েকদিন পরই রুশ গোয়েন্দাদের জালে ধরা পড়ে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *