কাশ্মীরিদের ওপর হামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: পুলওয়ামা হামলার পর দেশজুড়ে কাশ্মীরিদের উপর হামলা রুখতে গুরুত্ব নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷ শুক্রবার কাশ্মীরিদের উপর হামলা সংক্রান্ত মামলা পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যের কাছ থেকে রিপোর্ট তদব আদালতের৷ কোথায়, কেন, হামলা, হামলা রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে শীর্ষ আদালত সূত্রে খবর৷ অবিলম্বে এই পরিস্থিতি বন্ধ করতে

কাশ্মীরিদের ওপর হামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: পুলওয়ামা হামলার পর দেশজুড়ে কাশ্মীরিদের উপর হামলা রুখতে গুরুত্ব নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷ শুক্রবার কাশ্মীরিদের উপর হামলা সংক্রান্ত মামলা পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যের কাছ থেকে রিপোর্ট তদব আদালতের৷ কোথায়, কেন, হামলা, হামলা রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে শীর্ষ আদালত সূত্রে খবর৷ অবিলম্বে এই পরিস্থিতি বন্ধ করতে কেন্দ্রী-সহ ১০ রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

শুনানির সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, গণপিটুনি রুখতে যে সব পুলিশ অফিসারদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল, তাঁরাই এই বিষয়টির দায়িত্ব পালন করবেন৷ স্বরাষ্ট্রমন্ত্রককে শীর্ষ আদালত নির্দেশ দেয়, নোডাল অফিসারদের যোগাযোগের বিস্তারিত তথ্য প্রচার করতে হবে৷ এদিন গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিসগড়, পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷

পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ জন জওয়ান শহিদ হন৷ তারপরই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরিদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে৷ কাশ্মীরিদের ওপর হামলা বন্ধ করার আবেদন নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তারিক আদিব৷ মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় যে বিতর্কিত টুইটে কাশ্মীরিদের বয়কট করার ডাক দিয়েছেন, সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =