শ্রীনগর: স্বর্গের মত সুন্দর জম্মু-কাশ্মীরের রঙ যদি কেউ জানতে চায় তাহলে হয়তো প্রত্যেকে সাদা না বলে লাল উত্তর দেবে। কারণ ক্রমাগত জঙ্গি হামলার ঘটনায় জম্মু-কাশ্মীরের রং লালই। ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার বারবার দাবি করেছে যে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার সংখ্যা এখন আগের থেকে অনেক কম। কিন্তু এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে তা মারাত্মক এবং বিস্ফোরক। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। দোকানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পেছন থেকে এসে রাইফেল চালিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয় সন্ত্রাসবাদী।
শ্রীনগর জেলার বাঘাট বারজুলা এলাকায় যে ঘটনা ঘটেছে তার শিঁউরে ওঠার মতো। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরা মাথা ঢাকা একজন হেঁটে হেঁটে এসে দোকানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে তাক করে রাইফেল চালায়। সঙ্গে সঙ্গে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সেই ব্যক্তি। খুন করার সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায় ওই সন্ত্রাসবাদী। কয়েক সেকেন্ডের মধ্যে দোকান চত্বরে হৈচৈ শুরু হয়ে যায়। তবে সন্ত্রাসবাদী পালানোর সময় তার মুখের কাপড় সরে গিয়েছিল। সে ক্ষেত্রে গোয়েন্দারা তার মুখ খুব সহজভাবেই শনাক্ত করতে পারবে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার দায় কোন জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন।
#WATCH Terrorist opens fire in Baghat Barzulla of Srinagar district in Kashmir today
( CCTV footage from police sources) pic.twitter.com/FXYCvQkyAb
— ANI (@ANI) February 19, 2021