সেনা শিবিরে ঢুকে অস্ত্র লুটের চেষ্টা! মণিপুরে ফের অশান্তি, আহত ২

ইম্ফল: পরিস্থিতি কোনও ভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মণিপুরে। যত দিন এগোচ্ছে তত যেন অশান্তি আরও বেশি বাড়ছে। এবার সেনা শিবিরে ঢুকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হল। অভিযোগ উঠেছে, উন্মত্ত একদল জনতা আচমকা সেনা শিবিরে ঢুকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের নিয়ন্ত্রণে আনতে এবং ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এরপরেই অশান্তি আরও বেশি করে ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২ জন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়।
শুক্রবার রাত থেকে রাজ্যের বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলা থেকে নতুন করে অশান্তির খবর আসতে থাকে। জানা যায়, একাধিক এলাকায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলার অ্যাডভান্স হাসপাতালের নিকটবর্তী জায়গায় আগুন ধরিয়ে দেয় অন্তত হাজার জন। এমনিতেই বিক্ষিপ্তভাবে সমস্ত এলাকায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী টহল দেয় রাতের দিকে। তাদের ওপরেও আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। নতুন করে সৃষ্টি হওয়া এই অশান্তিতে ইতিমধ্যেই একাধিকজন আহত।
গতকালই বিজেপি নেতা তথা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, প্রায় হাজার জন মিলে তাঁর বাড়িতে হামলা করেছিল। কিন্তু সেই সময়ে তিনি বাড়িতে ছিলেন না। ঘটনায় গোটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ভস্মীভূত হয়েছে অধিকাংশ জিনিসই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির নিরাপত্তায় প্রায় ২২ জন ছিল। কিন্তু এত মানুষের ভিড় তারা সামলাতে পারেনি। তারও আগে রাজ্যে মহিলা-সহ ৯ জনকে গুলি করে খুন করা হয়।