আত্মনির্ভর ভারত প্রকল্প কী? খায়, না মাথায় মাখে? বাড়ি-বাড়ি গিয়ে বোঝাবে বিজেপি

আত্মনির্ভর ভারত প্রকল্প কী? খায়, না মাথায় মাখে? বাড়ি-বাড়ি গিয়ে বোঝাবে বিজেপি

নয়াদিল্লি: ২০২১-এ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন আপাতত নিশানা বিজেপির। বিশেষত পশ্চিমবঙ্গের মাটিতে গেরুয়া পতাকা তুলতে চায় পদ্মশিবিরের শীর্ষ নেতৃত্ব। তাই নতুন নতুন কর্মসূচির ঘোষণা চলছে নিয়মিত। জনমানসে টিঁকে এই লাগাতার প্রচারের পন্থাটিকেই হাতিয়ার করে এগোচ্ছে দল। সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে। হাতের সামনে নেতৃত্বকে পেয়ে সাধারণ মানুষ নিজেদের অভাব অভিযোগ সমস্যার কথা তাদের জানাতে পারবেন, ফলে এতে নিজেদের জনপ্রিয়তা বাড়ার ছবিটাই দেখতে পাচ্ছে গেরুয়াবাহিনী।

২৫ সেপ্টেম্বর দেশ জুড়ে আত্মনির্ভর ভারত প্রকল্পের প্রচার শুরু করার কথা জানিয়েছে বিজেপি। ২৫ সেপ্টেম্বর পণ্ডিত দিনদয়াল উপাধায়ের জন্মবার্ষিকী থেকে শুরু করে দোসরা অক্টোবর গান্ধীজীর জন্মজয়ন্তী পর্যন্ত এই প্রচার অভিযান চালানো হবে। ইতিমধ্যেই দলের সব রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদককে সংগঠনের এই কর্মসূচির কথা জানিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে যাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো যায় সে ব্যাপারে নির্দেশিকা জারি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আসলে মানুষের কাছে পৌঁছানোর কোনও রাস্তাই বন্ধ করতে চাইছে না দল। গান্ধীজয়ন্তীকে সামনে রেখে দৈনন্দিন গ্রাম্য জীবনে যাতে খাদির ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে এবং লোকাল ভোকাল স্লোগানটি কার্যকর করা যায় সে কথা প্রচার অভিযানে তোলা হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের জন্য কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজ যাতে কার্যকর করা যায় তার জন্য একেবারে বুথ স্তর পর্যন্ত প্রচার করা হবে। সমস্ত জেলায় বিশেষজ্ঞরা যাতে ওয়েবিনার্সের মাধ্যমে ব্যাপক প্রচার চালাতে পারেন সে ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিড ১৯-এর নিয়মবিধি মেনে যাতে এই কর্মসূচিতে যোগ দেওয়া যায় সে ব্যাপারে দলের সমস্ত বিধায়ক,  সাংসদ এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =