বিহারের শিবমন্দিরে পুজো দিতে গিয়ে আচমকাই হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত সাত

পাটনা: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার৷ মন্দিরে মন্দিরে শিবের মাথায় জল ঢালার ভিড়৷ রবিবার রাত থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন জায়গায়৷ বিহারের বাবা সিদ্ধনাথ…

bihar mandir

পাটনা: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার৷ মন্দিরে মন্দিরে শিবের মাথায় জল ঢালার ভিড়৷ রবিবার রাত থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন জায়গায়৷ বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরেও গতকাল রাত থেকে একই ছবি৷ এরই মধ্য ঘটল অঘটন৷ রবিবার রাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত সাত জন পূণ্যার্থীর। জখম বহু। পুজো উপলক্ষে রবিবার রাতে বহু মানুষ জড়ো হয়েছিলেন বাবা সিদ্ধনাথ মন্দিরে। আচমকা হুড়োহুড়ি পড়ে যায়৷ সকলেই আগেভাগে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করলে গোল বাঁধে৷ ভিড়ের চাপ সামলাতে না পেড়ে অনেকেই পড়ে যান। এখনও পর্যন্ত প্রাশসনের তরফে সাত জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতের সংখ্যা ৩০-এর বেশি বলে জানা যাচ্ছে৷ তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই সোমবার সকালে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন জেলাশাসক অলংকৃতা পাণ্ডে৷

বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দির বেশ জনপ্রিয়৷ ফি বছর শ্রাবণ মাসে সেখানে ভিড় উপচে পড়ে৷ রবিবার রাতে শিবপুজো উপলক্ষে বহু ভক্ত মন্দিরে জড়ো হয়েছিলেন৷ অভিযোগ, ঠিক মতো ভিড় নিয়ন্ত্রণ করা হয়নি৷ সেই কারণেই দুর্ঘটনা৷