নজরে তৃণমূলের ৩ সাংসদ! ব্যবস্থা নিতে লোকসভায় সিবিআই অনুমতি

নয়াদিল্লি: নারদকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ তৃণমূলের ৩ সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি সিবিআইয়ের৷ ৩ সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে লোকসভার অধ্যক্ষকে সিবিআই চিঠি পাঠালেও তার অনুমোদন এখনও পাওয়া যায়নি বলে খবর৷ বর্তমান কোনও সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আগে লোকসভার অধ্যক্ষের ছাড়পত্রের প্রয়োজন হয়৷ সেই অনুযায়ী, লোকসভার অধ্যক্ষের

নজরে তৃণমূলের ৩ সাংসদ! ব্যবস্থা নিতে লোকসভায় সিবিআই অনুমতি

নয়াদিল্লি: নারদকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ তৃণমূলের ৩ সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি সিবিআইয়ের৷ ৩ সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে লোকসভার অধ্যক্ষকে সিবিআই চিঠি পাঠালেও তার অনুমোদন এখনও পাওয়া যায়নি বলে খবর৷

বর্তমান কোনও সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আগে লোকসভার অধ্যক্ষের ছাড়পত্রের প্রয়োজন হয়৷ সেই অনুযায়ী, লোকসভার অধ্যক্ষের কাছে সিবিআই চিঠি পাঠিয়েছে বলে খবর৷ পর্যবেক্ষক মহল মনে করা হচ্ছে, নারদ মামলায় অভিযুক্ত হিসেবে দেখানো ওই তিন সাংসদের নামে চার্জশিট পেশ করতে পারে সিবিআই৷ আর সেই পদক্ষেপ নেওয়ার আগে লোকসভার ছাড়পত্র পেতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ পর্যবেক্ষক মহল মনে করছে, লোকসভার অধ্যক্ষের অনুমতি পাওয়ার পরই ওই তিন সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

সূত্রের খবর, ওই ৩ সংসদের বিরুদ্ধে পরোক্ষভাবে টাকা নেওয়ার অভিযোগ তোলা তুলে অভিযুক্ত হিসাবে দেখানো হতে পারে৷ নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ৷ আর সেই কারণে আগাম লোকসভার অধ্যক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে খবর৷ ফলে সিবিআইয়ের এই চিঠি ঘিরে নতুন করে তৈরি হয়েছেন নয়া জল্পনা৷

অন্যদিকে, লোকসভা নির্বাচনের পর ফের নারদকাণ্ডে উঠে পড়ে লেগেছে সিবিআই৷ আদালতের নির্দেশ পাওয়ার পরই নারদে জড়িয়ে যাওয়া ১৩ জনের মধ্যে ১০ জনকে এবার ডেকে পাঠাতে চলেছে সিবিআই৷ এই দশ জনের কণ্ঠস্বর পরীক্ষার জন্য ডাকা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর৷

ইতিমধ্যেই বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অপরুপা পদ্দারকে তলব করেছে সিবিআই৷ একইসঙ্গে রাজ্যের আরও দুই মন্ত্রীকে ডেকে পাঠিয়েছে সিবিআই৷ মন্ত্রী সুভেন্দু অধিকারি ও সুব্রত মুখোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷

জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নিজাম প্যালেসে তাঁদেরকে হাজিরা দিতে বলা হয়েছে৷ এর আগেও এই দুই মন্ত্রীকে জেরা করেছে সিবিআই৷ বুধবার বিকেল তিন ঘণ্টা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এছাড়াও তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংকে জেরা করে সিবিআই৷

দিল্লি সদরদপ্তরে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে করা হয় জেরা৷ সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল৷ সংবাদমাধ্যমে নারদকর্তা ম্যাথু স্যামুয়েল জানিয়েছেন, নারদকাণ্ডে স্টিং অপারেশনের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়ানোর কথা জানিয়েছিলেন কেডি সিং৷ কিন্তু পরে তিনি তা অস্বীকার করেন৷ এই নিয়ে সিবিআইও তৎপরতা শুরু করেছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =