তাণ্ডব শেষে দেশের মাটিতে ভূমিষ্ঠ ফনি

ভুবনেশ্বর: চতুর্দিকে তাণ্ডবের মধ্যেই পৃথিবীতে এল ফনি। বাইরে একশো কিলোমিটার বেগে ঝড়। উপড়ে পড়ছে গাছ, উড়ে যাচ্ছে ঘরবাড়ি। ভুবনেশ্বরের মঞ্চেশ্বরের রেল হাসপাতালে তখন আতঙ্কের মধ্যেও আনন্দের ঝড়। জন্ম নিচ্ছে এক কন্যাসন্তান। সকাল ১১টা বেজে ৩ মিনিটে। মা ও শিশুসন্তান দুজনেই ভালো আছে। ওই মহিলা মঞ্চেশ্বরের রেল রিপেয়ার ওয়ার্কশপে কাজ করেন। মেয়ের নাম দেওয়া হয়েছে ফনি।

898ced0abc7c115d45af577c53211d24

তাণ্ডব শেষে দেশের মাটিতে ভূমিষ্ঠ ফনি

ভুবনেশ্বর: চতুর্দিকে তাণ্ডবের মধ্যেই পৃথিবীতে এল ফনি। বাইরে একশো কিলোমিটার বেগে ঝড়। উপড়ে পড়ছে গাছ, উড়ে যাচ্ছে ঘরবাড়ি। ভুবনেশ্বরের মঞ্চেশ্বরের রেল হাসপাতালে তখন আতঙ্কের মধ্যেও আনন্দের ঝড়।

জন্ম নিচ্ছে এক কন্যাসন্তান। সকাল ১১টা বেজে ৩ মিনিটে। মা ও শিশুসন্তান দুজনেই ভালো আছে। ওই মহিলা মঞ্চেশ্বরের রেল রিপেয়ার ওয়ার্কশপে কাজ করেন। মেয়ের নাম দেওয়া হয়েছে ফনি। এর আগেই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নির্দেশে প্রায় এক হাজার গর্ভবতী মহিলাকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে আসন্ন প্রসবাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *