গণনা কেন্দ্রেও হামলার ছক তৃণমূলের! আশঙ্কা বিজেপির, জারি সতর্কতা

কলকাতা: ভোটের ফল খারাপ হলে গণনা কেন্দ্রে গন্ডোগল করতে পারে তৃণমূল৷ ইভিএম পাহারা দেওয়ার নামে তাণ্ডবের ছক কষছে শাসক তৃণমূল৷ যাঁরা ভোট করে, তারা ইভিএম লক্ষ্য করবে? নির্বাচন কমিশনে গিয়ে ঠিক এই ভাষাতেই নালিশ জানিয়ে এলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷ অন্যদিকে, বিজেপির এই আশঙ্কাকে কার্যত শিলমোহর দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোট

গণনা কেন্দ্রেও হামলার ছক তৃণমূলের! আশঙ্কা বিজেপির, জারি সতর্কতা

কলকাতা: ভোটের ফল খারাপ হলে গণনা কেন্দ্রে গন্ডোগল করতে পারে তৃণমূল৷ ইভিএম পাহারা দেওয়ার নামে তাণ্ডবের ছক কষছে শাসক তৃণমূল৷ যাঁরা ভোট করে, তারা ইভিএম লক্ষ্য করবে? নির্বাচন কমিশনে গিয়ে ঠিক এই ভাষাতেই নালিশ জানিয়ে এলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷

অন্যদিকে, বিজেপির এই আশঙ্কাকে কার্যত শিলমোহর দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোট গণনার সময় গোলমাল হতে পারে৷ বাংলা-সহ প্রতিটি রাজ্যকে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে৷ স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷

যদিও, ইভিএম বিভ্রাট নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা আগেই জানিয়ে দিয়েছেন, জনগণের ভোট চুরি হলে বিহারে রক্তপাত হবে৷ একধাপ এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেছেন, টিট ফর ট্যাট৷ ঢিল ছুঁড়লে পাটকেল খেতে হবে৷

মঙ্গলবার নির্বাচন কমিশনে দাঁড়িয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘যারা ভোট লুঠ করে তাঁরা আবার ইভিএম পাহারা দিচ্ছে! আমাদের আশঙ্কা, ভোটে হারলেই তৃণমূলের বাহিনী গণনাকেন্দ্রে গোলমাল পাকাতে পারে৷ ইভিএম পাহারা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ আছে, নির্বাচন কমিশন রয়েছে৷ কিন্তু, দলনেত্রীর নির্দেশে তৃণমূল কর্মীরা কী করছে? ভোটের ফল খারাপ হলে তৃণমূলের গুন্ডারা গণনাকেন্দ্রে হামলা চালাতে পারে৷ আমরা এই আশঙ্কার কথা নির্বাচন কমিশনকে জানিয়েছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =