দু’টি বাসের মুখোমুখি ধাক্কা, যোগীরাজ্যে পথের বলি ৮

দু’টি বাসের মুখোমুখি ধাক্কা, যোগীরাজ্যে পথের বলি ৮

কলকাতা: সোমবার সাত সকালে যোগী রাজ্যে ভয়াবহ দুর্ঘটনা। দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল ৮ যাত্রীর। আহত বহু। তাঁদের মদন্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটি রাজধানী লখনউ থেকে ৩০ কিমি দূরে বারাবাঁকি জেলায় অবস্থিত। লোনী কটরা থানার  নরেন্দ্রপুর মদরহা গ্রামের কাছে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, দিল্লি-বিহার রুটের একটি দাঁড়িয়ে থাকা ডবল ডেকার বাসে তীব্র গতিতে এসে ধাক্কা মারে আরেকটি বাস। দুই বাসেই ছিলেন যাত্রীরা। এক্সপ্রেসওয়েতে গতি সর্বোচ্চ থাকায় ধাক্কার তীব্রতাও মারাত্মক ছিল। এই ঘটনায় ছয় যাত্রীর সেখানেই মৃত্যু হয়। বাকি দুই আহত যাত্রী হাসপাতালের পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাকি আহত যাত্রীদের মধ্যে তিন জনকে লখনউয়ের ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা হায়দারগড় কমিউনিটি সেন্টারে ভর্তি রয়েছেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে বিহার থেকে দিল্লিগামী ওই বাস দু’টি যাচ্ছিল। লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে প্রাণ হারান অন্তত ৮ জন। জখম ২০ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।

অন্যদিকে এই দুর্ঘটনায় খবর প্রকাশ্যে আসতেই নিহতদের পরিবারের প্রতি টুইটে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন টুইটে তিনি লেখেন, ‘পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসনিক আধিকারিকদের দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 4 =