ফের ভিটেমাটি হারাতে বসেছেন অন্তত ১ লক্ষ মানুষ, নয়া NRC তালিকায় বিতর্ক

দিসপুর: ফের দেশের রাজনীতিতে ফিরে এল NRC বিতর্ক৷ ফের দেশ-মাটির পরিচয় খোয়াতে চলেছে অন্তত ১ লক্ষ ২ হাজার মানুষ৷ সুপ্রিম কোর্টের তত্তাবধানে চলতে থাকা জাতীয় নাগরিকপঞ্জির দ্বিতীয় দফার খসড়া তালিকা থেকে নাম বাদ গেল অন্তত লক্ষাধিক মানুষের নাম৷ খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে৷ এর আগে জাতীয় নাগরিকপঞ্জির মহাযজ্ঞে ৩ কোটি ২৯ লক্ষ অসমবাসীর আবেদনপত্র পরীক্ষা

f9d9eef337f47312575b235b8c0b69e6

ফের ভিটেমাটি হারাতে বসেছেন অন্তত ১ লক্ষ মানুষ, নয়া NRC তালিকায় বিতর্ক

দিসপুর: ফের দেশের রাজনীতিতে ফিরে এল NRC বিতর্ক৷ ফের দেশ-মাটির পরিচয় খোয়াতে চলেছে অন্তত ১ লক্ষ ২ হাজার মানুষ৷ সুপ্রিম কোর্টের তত্তাবধানে চলতে থাকা জাতীয় নাগরিকপঞ্জির দ্বিতীয় দফার খসড়া তালিকা থেকে নাম বাদ গেল অন্তত লক্ষাধিক মানুষের নাম৷ খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে৷

এর আগে জাতীয় নাগরিকপঞ্জির মহাযজ্ঞে ৩ কোটি ২৯ লক্ষ অসমবাসীর আবেদনপত্র পরীক্ষা করে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া গতবছর ৩০ জুলাই ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনসের বা এনআরসি খসড়া প্রকাশ করে৷ সেই খসড়া তালিকা থেকে প্রথম দফায় অসমের প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়৷ এই গোটা দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়৷ সর্বশক্তি দিয়ে রাজনৈতির ঘোলা জলে নামে তৃণমূল৷ বিতর্ক এমন পর্যায়ে পৌঁছে যায়, গোটা ঘটনায় দেশের শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করতে হয়৷ এনআরসি তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নতুন করে সুযোগ দেওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত৷ ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়৷ সেই সব সংযোজন, পরিমার্জনের পর নতুন করে চূড়ান্ত তালিকা প্রস্তুতি করতে মাঠে নামে অসম সরকার৷ সংবাদ সংস্থা সূত্রে খবর,  সুপ্রিম কোর্টের তত্তাবধানে চলতে থাকা জাতীয় নাগরিকপঞ্জির দ্বিতীয় দফার খসড়া তালিকা এবারও বাদ দেওয়া হয়েছে অন্তত ১ লক্ষ ২ হাজার নাগরিকের নাম৷ তালিকায় নাম তুলতে তাঁদের  আরও একমাস সময় দেওয়া হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *