নাগরিকত্ব বিলের বিরোধিতা করে আজও উত্তাল আসাম-ত্রিপুরা

আসাম ও ত্রিপুরা: ভোট মেরুকরণের লক্ষ্যে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ নিয়ে বুধবারও উত্তাল আসাম ও ত্রিপুরা। বুধবারও আসামের বিভিন্ন জায়গায় এই বিলের বিরোধিতা করে পথ অবরোধ করেন প্রতিবাদীরা। একই রকম প্রতিবাদ ওঠে ত্রিপুরাতেও। সেই সঙ্গে অসম ঐক্য মঞ্চের কর্মীরা পোষাক খুলে প্রতিবাদ দেখান। গৌহাটিতে প্রায় ৭০ টি সংগঠন একত্রিত হয়ে এই বিলের বিরোধীতা করে বিক্ষোভ

নাগরিকত্ব বিলের বিরোধিতা করে আজও উত্তাল আসাম-ত্রিপুরা

আসাম ও ত্রিপুরা: ভোট মেরুকরণের লক্ষ্যে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ নিয়ে বুধবারও উত্তাল আসাম ও ত্রিপুরা। বুধবারও আসামের বিভিন্ন জায়গায় এই বিলের বিরোধিতা করে পথ অবরোধ করেন প্রতিবাদীরা। একই রকম প্রতিবাদ ওঠে ত্রিপুরাতেও। সেই সঙ্গে অসম ঐক্য মঞ্চের কর্মীরা পোষাক খুলে প্রতিবাদ দেখান।

গৌহাটিতে প্রায় ৭০ টি সংগঠন একত্রিত হয়ে এই বিলের বিরোধীতা করে বিক্ষোভ দেখায়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে এবং রাবার বুলেট ছোড়ে। বিলের বিরোধিতায় পথে নামে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। এই বিলের বিরোধিতা করে মঙ্গলবার অগ্নিগর্ভের চেহারা নেয় পশ্চিম ত্রিপুরার জিরানিয়া, মাধাবাড়ির ও তার সংলগ্ন এলাকা। মঙ্গলবারের রাতে পুলিশ উপাজাতিদের মধ্যে খণ্ড যুদ্ধে আহত হয়েছেন ৭ জন। ইতিমধ্যেই ওই এলাকায় অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করলল পুলিশ প্রসাশন। এই এলাকায় এসএমএস সার্ভিস ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ রেখেছে প্রশাসন। মঙ্গলবার রাতে গুলি চালনার পর তা অশ্বিকার করেছে পুলিশ উপরন্তু বন্দুক রাখার অভিযোগ এনে প্রতিবাদিদের বাড়ি বাড়ি তল্লাশি চাল্লাচ্ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *