রূপান্তরকামীদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচি! নজির অসমে

রূপান্তরকামীদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচি! নজির অসমে

গুয়াহাটি: দেশের করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই নতুন নজির গড়ল ভারত। অসমে রূপান্তরকামীদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বিশেষ কর্মসূচিতেই শুক্রবার গুয়াহাটিতে ৩০ জন রূপান্তরকামী করোনাভাইরাস টিকার প্রথম ডোজ পেয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে রূপান্তরকামীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, অসমের প্রতিটি জেলায় একটি করে এই বিশেষ টিকাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। 

অসমের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ২০১১ সালে জনগণনা অনুযায়ী, অসমে মোট ১১ হাজার ৩৭৪ রূপান্তরকামী রয়েছেন। তাঁরা সকলেই যাতে প্রতিষেধক পান সেই ব্যবস্থার দিকেই অগ্রসর হচ্ছে প্রশাসন। এই প্রেক্ষিতে অসম ট্রান্সজেন্ডার অ্যাসোসিয়েশন এবং অসম গভর্মেন্ট’স ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে, রূপান্তরকামীদের প্রত্যেক দিন একাধিক মানুষের সংস্পর্শে যেতে হয় কারণ তাদের উপার্জনের মূল উৎস হল ভিক্ষাবৃত্তি। সেই কারণেই তাদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে রাজ্যে ভাইরাস আরও বেশি করে ছড়িয়ে পড়ার ভয়ও রয়েছে। তাই প্রশাসনের এই উদ্যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ। 

এখনও পর্যন্ত দেশের অন্য কোনও রাজ্যে শুধুমাত্র রূপান্তরকামীদের জন্য এইভাবে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়নি। সেক্ষেত্রে নজির গড়েছে অসম। রাজ্যের রূপান্তরকামী কল্যাণমূলক বোর্ডের দাবি, এখনও দেশের আরও রাজ্যে রূপান্তরকামীদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচি চালু করা হয়নি। অসম এই উদ্যোগ নেওয়ায় তারা গর্বিত এবং উচ্ছ্বসিত। তারা আশা করছেন, এবার দেশের অন্য রাজ্যতেও এই ধরণের উদ্যোগ নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *