আরও ভয়ঙ্কর অবস্থা অসমের, বন্যার কবলে ২৯ জেলা

আরও ভয়ঙ্কর অবস্থা অসমের, বন্যার কবলে ২৯ জেলা

গুয়াহাটি: যে বন্যার ত্রাস শুরু হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে তা যে সহজে শেষ হওয়ার নয় তা পরিষ্কার। যত সময় এগোচ্ছে তত বেশি অসমের বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ২৯ জেলা জলস্রোতের কবলে পড়েছে এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। মানুষের সংখ্যা হিসেব করলে প্রায় ৭ লক্ষ অসমবাসী এখন বন্যার কবলে।

আরও পড়ুন: মৌসম ভবন থেকে স্বস্তির বার্তা! কবে আসছে বর্ষা?

অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটির রিপোর্ট বলছে, এই মুহূর্তে ২৯ জেলার ৭ লক্ষ ১২ হাজার বন্যা কবলিত। নগাঁও জেলায় কমপক্ষে ৩ লক্ষ ৩৬ হাজার মানুষ বানভাসী। আবার কাছার জেলায় ১ লক্ষ ৬৬ হাজার মানুষ বন্যা কবলিত। হোজাই জেলায় ১ লক্ষ ১১ হাজার এবং দারাংয়ে অন্তত ৬০ হাজার ৫৭০ জন মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এছাড়াও ৫০ হাজারের বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এই রিপোর্ট আরও বলছে, কমপক্ষে ২ হাজার ২৫১ টি গ্রাম চলে গিয়েছে জলের তলায়। ৮০ হাজার হেক্টরেরও বেশি ফসলের জমি নষ্ট হয়ে গিয়েছে। কেন্দ্র থেকে প্রতিশ্রুতি এলেও আপাতত স্বস্তির নিঃশ্বাস কোনও ভাবেই নিতে পারছে না ক্ষতিগ্রস্থরা।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ২২ মে পর্যন্ত আরও বৃষ্টি চলবে অসমে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এতদিন ধরে যে ত্রাণ এবং উদ্ধারকাজ চলছে তা ব্যাহত হওয়ার সম্ভাবনাও আছে। যদিও ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে আনতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে প্রচুর মানুষ বিভিন্ন রেললাইনে আশ্রয় নিয়েছেন। তাদের নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 20 =