উৎসবে পর্ন ভিডিয়ো ‘উপহার’ উপমুখ্যমন্ত্রীর, তোলপাড় রাজ্য রাজনীতি

উৎসবে পর্ন ভিডিয়ো ‘উপহার’ উপমুখ্যমন্ত্রীর, তোলপাড় রাজ্য রাজনীতি

e8c6143aaab1df12967af49552ae0363

পানাজি: উপমুখ্যমন্ত্রীর ফোন থেকে পর্ন ভিডিয়ো ক্লিপ শেয়ার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ভিডিয়ো পঠিয়েছেন বলে দাবি তুলেছে বিরোধীরা৷ অন্যদিকে গোয়ার উপমুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকরের দাবি, তিনি নাকি ঘুমচ্ছিলেন৷ সেই সময়ই তাঁর ফোন নিয়ে কেউ এই কুকীর্তি করে পালিয়েছে৷ 

আরও পড়ুন- এটা কোন বিজ্ঞান? ‘গোবরের চিপ’ নিয়ে প্রশ্ন ৬০০ বিজ্ঞানীর, কড়া ভাষায় কেন্দ্রকে চিঠি

রবিবার রাতে সমাজকর্মীদের একটি গ্রুপে উপমুখ্যমন্ত্রীর ফোন থেকে একটি পর্ন ভিডিয়ো ক্লিপ শেয়ার করা হয়৷ মুখ্যমন্ত্রীর নম্বর থেকে ভিডিয়ো ক্লিপ পেয়ে সকলেই ভাবে গুরুত্বপূর্ণ কোনও বিষয় হবে৷ কিন্তু ভিডিয়ো খুলতেই বেরিয়ে পড়ে কেঁচো খুঁড়তে কেউটে৷ তাঁরা দেখেন এটি আদতে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়৷ এটি একটি পর্ণ ভিডিয়ো ক্লিপ৷ এই ঘটনায় চন্দ্রকান্ত কাভলেকরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে গোয়া কংগ্রেস৷ উপমুখ্যমন্ত্রীর এই আচরণকে মহিলাদের অপমান হিসেবে বর্ণনা করেছে বিরোধীরা। তাঁদের দাবি, মধ্য রাতে পর্ন ভিডিও শেয়ার করে আসলে নিজের মানসিকতার পরিচয় দিয়েছেন মন্ত্রীমশাই। কাভলেকরের বিরুদ্ধে থানায় গিয়েছেন গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখাও৷ তাঁদের অভিযোগ, সবটা জেনে শুনেই এ কাজ করেছেন তিনি৷ 

40ec0213c3bc228930477e52c9b494b6
উপমুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকর

 

এদিকে এই ঘটনায় পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের করেছেন উপমুখ্যমন্ত্রী৷ নিজের স্বপক্ষে বেশকিছু যুক্তিও খাড়া করেছেন তিনি৷ জানিয়েছেন, যে সময় তাঁর ফোন থেকে এই ভিডিয়ো ক্লিপ পাঠানো হয়েছে, সেই সময় তিনি ফোনের ধারেকাছেই ছিলেন না৷ ছিলেন গভীর ঘুমে৷ কেউ বা কারা অসৎ উদ্দেশে তাঁর ফোন থেকে ‘ভিলেজ অফ গোয়া’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নীল ছবির ক্লিপিংস পাঠিয়ে তাঁকে অস্বস্তিতে ফেলেছে৷ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বদনাম করার জন্য এই কাজ করা হয়েছে৷ 

আরও পড়ুন-  পেটের জ্বালা! চোলাই মদ বেচে চাল কিনছেন জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়ন বিমলা

তিনি আরও বলেন, তাঁর হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপ রয়েছে৷ অথচ একটিমাত্র গ্রুপেই এই ভিডিয়ো পাঠানো হয়েছে৷ তাঁর কথায়, ‘‘সাম্প্রতিক অতীতে একাধিকবার আমাকে বদনাম করে জনগণের সামনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে৷’’ যে বা যাঁরা তাঁর ফোন হ্যাঁক করে এই আপত্তিকর ভিডিয়ো শেয়ার করেছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *