লখিমপুর কাণ্ড: তিনদিনের পুলিশি হেফাজতে মন্ত্রীপুত্র

লখিমপুর কাণ্ড: তিনদিনের পুলিশি হেফাজতে মন্ত্রীপুত্র

লখনউ: কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র যে ঘটনা ঘটিয়েছে তার জন্য তোলপাড় গোটা দেশ। কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি বলেও ক্ষোভ বাড়ছিল সব জায়গায়। তবে এই ঘটনায় অবশেষে গ্রেফতার হয় আশিস এবং আপাতত তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার টানা ১২ ঘণ্টা জেরা করা হয় তাকে এবং তার পরেই মন্ত্রী পুত্রকে গ্রেফতার করে পুলিশ।

এদিন এই মামলার শুনানি ছিল আদালতে যেখানে মন্ত্রীপুত্র আশিসকে দুই সপ্তাহের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু আদালত এতদিন না দিয়ে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশের যুক্তি ছিল যে এই ঘটনায় তাকে জেরা করার জন্য আরও বেশ কিছুটা সময় লাগবে। এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেই ব্যাপারে তারা খতিয়ে দেখতে চায়। কিন্তু আদালতে আশিসের আইনজীবী বলেন, টানা ১২ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করা হয়েছে তাই এরপরে আর কিছু জানার জন্য এত বেশি সময় চাইতে পারে না পুলিশ। যদিও সরকারি আইনজীবী পাল্টা অভিযোগ তুলে বলেন, এতক্ষণ জেরা করা হলেও মন্ত্রীপুত্র কোন স্বচ্ছ উত্তর দেননি তাই তাকে আরও জেরা করা প্রয়োজন। কিন্তু আদালত অবশেষে তিন দিনের জন্যই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

গাড়িতে পিষে এবং গুলি করে কৃষকদের খুন করার অভিযোগ রয়েছে মন্ত্রী-পুত্র আশিস মিশ্রের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের দাবিকে ক্রমশ চাপ বাড়াচ্ছিল বিরোধীরা৷ সেই চাপের মুখে আশিস মিশ্রকে নোটিশ পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ৷ তবে পুলিশের সমন উপেক্ষা করে হাজিরাও এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র জানান, খুব শীঘ্রই পুলিশের সামনে হাজিরা দেবে তাঁর ছেলে৷ এর কিছু পরেই পুলিশের কাছ পৌঁছন আশিস মিশ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *